
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
বিয়ের ফাঁদে প্রবাসী, প্রবাসীর টাকা আর ভালবাসা সব শেষ

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতি, আংটি পড়ানো, প্রবাস থেকে পাঠানো টাকা-পয়সা আর ভালোবাসার বন্ধন—সবই যেন ভেঙে গেল এক মুহূর্তে। গাজীপুরের পূবাইল থানার কুদাব এলাকায় এক প্রবাসী যুবকের সঙ্গে বাগদান সম্পন্ন করার পর বরপক্ষকে না জানিয়ে কনে অন্যত্র বিয়ে করেছেন। এই ঘটনায় প্রতারণার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসী যুবক মোহাম্মদ শিপন (২৮)।
শিপনের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মুনসুরপুর এলাকায়। অভিযোগে তিনি জানিয়েছেন, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিদেশে থাকাকালীন তার পরিবারের মাধ্যমে কুদাব এলাকার আলমগীর ভূঁইয়ার মেয়ে শাহরিন আফরিন আঁখির সঙ্গে তার বাগদান হয়। এরপর থেকে আঁখির সঙ্গে নিয়মিত ভিডিও কল, যোগাযোগ ও ঘনিষ্ঠ সম্পর্ক চলতে থাকে।
ভালোবাসার প্রমাণ: স্বর্ণ, ফোন, খরচের টাকাশিপনের দাবি, তিনি প্রবাস থেকে নিজের উপার্জিত অর্থে আঁখিকে উপহার দেন স্বর্ণালঙ্কার, দামি আইফোন, ল্যাপটপ, আসবাবপত্র এবং নানান খরচের টাকা। কিন্তু হঠাৎ করেই জানতে পারেন, আঁখিকে গোপনে বিয়ে দেওয়া হয়েছে উত্তরা এলাকার এক ধনী পরিবারের ছেলের সঙ্গে।
প্রশ্ন করলে হুমকি!এই ঘটনার পর আঁখির বাড়িতে গিয়ে প্রশ্ন তোলায়, শিপন দাবি করেন, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।তিনি বলেন, “আমি বিদেশে কষ্ট করে উপার্জন করে তার জন্য পাঠিয়েছি, সব কিছু দিয়েছি। অথচ সে ও তার পরিবার কোনো কিছু না জানিয়ে অন্যত্র বিয়ে দিয়ে প্রতারণা করেছে। আমি চাই এর সঠিক তদন্ত ও ন্যায়বিচার।”
আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশএ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশ্ন উঠছে:যেখানে বিয়ের প্রতিশ্রুতি, আংটি পড়ানো এবং অর্থ লেনদেনের প্রমাণ রয়েছে, সেখানে প্রতারণা করেও কেন নারীর পরিবার পার পেয়ে যাবে? সমাজে এমন ঘটনা বেড়ে চললে বিদেশে থাকা আরও অনেক যুবক হতে পারে এমন প্রতারণার শিকার।
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর