
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
মালয়েশিয়া প্রবাসীরা সাবধান, এখন পর্যন্ত গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগে ছয় বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা। পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের তথ্য অনুযায়ী, আটক হওয়াদের মধ্যে হুন্ডি চক্রের মূল পরিকল্পনাকারীও রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে ক্লাং উপত্যকা অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের লক্ষ্য করে গোপনে এই কার্যক্রম পরিচালনা করছিলেন।
চারটি স্থানে একযোগে অভিযান, মূলহোতা চিহ্নিত
সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, ২৭ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের একটি বিশেষ টিম চারটি ভিন্ন ভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে মূলহোতা হিসেবে সন্দেহভাজন এক বাংলাদেশিকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরবর্তীতে হুন্ডির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়, যাদের গ্রাহক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নগদ ১২ লাখ রিঙ্গিত, লেনদেন বই ও মোবাইল ফোন জব্দ
অভিযানে আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২ লাখ ১৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ। এছাড়া হুন্ডির লেনদেন সংক্রান্ত একটি হিসাববই এবং দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষের ধারণা, এই অর্থ অবৈধ মানি এক্সচেঞ্জ কার্যক্রমের মাধ্যমে উপার্জিত।
একজনের বৈধ পাস, বাকিরা অবৈধ অভিবাসী
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ছয়জনের মধ্যে একজনের মালয়েশিয়ায় বৈধ কর্মসংস্থান পাস রয়েছে। তবে বাকি পাঁচজনের কোনো বৈধ ভিসা বা অভিবাসন কাগজপত্র নেই, যার ফলে তারা অবৈধ অভিবাসী হিসেবে বিবেচিত হচ্ছেন।
এক বছর ধরে চলছিল হুন্ডির কার্যক্রম
ইমিগ্রেশন বিভাগের ভাষ্য অনুযায়ী, এই হুন্ডি কার্যক্রম এক বছর ধরে গোপনে পরিচালিত হয়ে আসছিল। চক্রটি স্থানীয়ভাবে বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে বিদেশে টাকা পাঠানোর অবৈধ ব্যবস্থা করত।
তদন্তে সহায়তার জন্য আরও তিনজনকে তলব
আটকদের জিজ্ঞাসাবাদের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তদন্তে সহায়তার জন্য আরও একজন স্থানীয় নারী এবং দুই বাংলাদেশি পুরুষকে দফতরে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে।
সতর্কবার্তা প্রবাসীদের উদ্দেশ্যে
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ প্রবাসীদের সতর্ক করে জানিয়েছে, হুন্ডির মতো অবৈধ লেনদেন পদ্ধতি শুধু দণ্ডনীয় অপরাধই নয়, বরং বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য বড় বিপদের কারণ হতে পারে। সকলকে বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার