মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
ভিডিও ভাইরাল,মুখ খুললেন সাদিয়া আয়মান

নিজস্ব প্রতিবেদক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির উৎকর্ষতা যেমন আধুনিক জীবনে সুবিধা এনে দিয়েছে, তেমনি এটি এখন নানা বিড়ম্বনারও কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শোবিজ অঙ্গনে নানা ধরনের এডিট করা ছবি ও ভিডিওর মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এবার সেই বিভ্রান্তির শিকার হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।
গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি জানান, বিভিন্ন পেইজ এআই দিয়ে তার ছবি ও ভিডিও তৈরি করে ছড়িয়ে দিচ্ছে, যা সাধারণ মানুষ বিশ্বাস করে বসছে। বিষয়টি নিয়ে ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
কী বললেন সাদিয়া আয়মান?সোশ্যাল মিডিয়ায় দেওয়া তার পোস্টে সাদিয়া লেখেন—"কিছু কিছু পেইজ আছে যারা সেলিব্রিটিদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওঁরা আমার ছবি বানিয়ে ছাড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তাঁরা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওঁদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।"
তিনি আরও বলেন,"কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনও এআই চিনতে পারে না বা বোঝে না! তাঁরা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে! এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব এআই এডিটেড ছবি ও ভিডিওকে সত্যি ভেবে বিশ্বাস করবেন না। আল্লাহর দোহাই লাগে!"
ভক্তদের উদ্দেশ্যে অনুরোধসাদিয়া তার অনুসারীদের অনুরোধ করে বলেন—"যদি কখনও এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট ও পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।"
এই ঘটনাটি আবারও প্রমাণ করলো, প্রযুক্তির অপব্যবহার কতোটা ভয়ানক হতে পারে। সেলিব্রিটিদের কণ্ঠ, মুখ বা ছবি ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো এখন খুবই সহজ হয়ে গেছে। আর এসব ভুয়া কনটেন্ট দেখে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ।
সতর্কতার ডাকসাদিয়া আয়মানের মতো একজন তারকা যখন প্রকাশ্যে বিষয়টি নিয়ে সরব হন, তখন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে ওঠার সুযোগ থাকে। তার অনুরোধ—সোশ্যাল মিডিয়ায় যেকোনো তথ্য বা ভিডিও দেখেই যেন কেউ মন্তব্য না করেন বা শেয়ার না করেন।
FAQs:
১. সাদিয়া আয়মান কোন ভিডিও নিয়ে কথা বলেছেন?তিনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক ভিডিও নিয়ে সতর্ক করেছেন।
২. তিনি কী বললেন তার ভক্তদের উদ্দেশে?ভুয়া ভিডিও বা ছবি দেখলে রিপোর্ট ও ব্লক করার আহ্বান জানান।
৩. সাইবার সিকিউরিটির সাহায্য নিচ্ছেন কি?হ্যাঁ, তিনি জানিয়েছেন বিষয়টি সাইবার বিশেষজ্ঞদের কাছে তুলে দেবেন।
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ছাত্রদলের নতুন কমিটির বিজ্ঞপ্তি ভাইরাল, যা বললেন রিজভী
- তাসকিনের বিরুদ্ধে থানায় জিডি নিয়ে বিসিবিকে যা বললেন তাসকিন নিজেই