
Md Maruf Hosen
senior reporter
এক জয় এক হার সাকিবদের নিয়ে এখনও আশাবাদী দুবাই

নিজস্ব প্রতিবেদক :নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে দারুণ এক জয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে অভিযান শুরু করেছিল দুবাই ক্যাপিটালস। সেই ম্যাচে ব্যাটে-বলে ঝলক দেখিয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে করেছিলেন ৩৭ বলে অপরাজিত ৫৮ রান, বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট।
কিন্তু শুরুর সেই ছন্দ ধরে রাখতে পারেনি তারা। পরের ম্যাচে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের বিপক্ষে বড় ব্যবধানে হার মানতে হয়েছে দুবাইকে। ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি ম্যাচের আবহাওয়া পরিস্থিতিও ছিল প্রতিকূল।
তবু দলের প্রতি আস্থা হারাচ্ছেন না অধিনায়ক গুলবাদিন নাইব। ম্যাচ শেষে তিনি বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা জানি কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। সাকিব, ডিকওয়েলা, ড্রেকস—সবারই আছে অভিজ্ঞতা। এই ধরনের টুর্নামেন্টে সেটা খুব গুরুত্বপূর্ণ।
প্রচণ্ড রোদ-বৃষ্টি, রান তুলতে ধুঁকলো দুবাইহোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে দুবাই ক্যাপিটালস। কিন্তু শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। সেদিকউল্লাহ অটল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। গুলবাদিনও ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি।
ব্যাটিং ইনিংসের ১৩তম ওভারে বাগড়া দেয় বৃষ্টি। মেঘ, বৃষ্টি আর রোদের লুকোচুরি ম্যাচের ধারাবাহিকতা নষ্ট করে দেয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রানেই থামে দুবাইয়ের ইনিংস।
ম্যাচ শেষে গুলবাদিন বলেন, আমরা মাঝের সময়টা কাজে লাগাতে পারিনি। আমাদের অন্তত ১৬০ রান করা উচিত ছিল। তাহলে বোলারদের জন্য কাজটা অনেক সহজ হতো।
সাকিবদের অভিজ্ঞতায় ফিরতে চায় দুবাইপ্রথম ম্যাচে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে তিনি ছিলেন একেবারেই নিষ্প্রভ। ব্যাট হাতে মাত্র ৭ রানে ফিরেছেন, বল হাতে পাননি কোনো উইকেট। আর তাতেই যেন ছন্দপতন হয়েছে পুরো দলের।
দলটির সামনে এখন কঠিন সমীকরণ। গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের রংপুর রাইডার্স ও স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। সেরা দুইয়ে জায়গা করে নিতে হলে দুটিই জিততে হবে।
তবে পরপর ম্যাচ হওয়ায় ভুল শুধরে নেওয়ার সময় পাচ্ছে না দলগুলো। এমন পরিস্থিতিতে সাকিব, নিরোশান ডিকওয়েলা ও ডমিনিক ড্রেকসদের অভিজ্ঞতায় ভরসা রাখছে দুবাই।
গুলবাদিন বলেন, সাকিব এখানে প্রচুর ম্যাচ খেলেছে। ও জানে এই কন্ডিশনে কীভাবে খেলতে হয়। আমাদের বোলিং ইউনিটও অনেক অভিজ্ঞ। আজকের দিনটা কঠিন ছিল, তবে এখান থেকেই আমরা শিখে সামনে এগোব।সবার আগে সর্বশেষ খবর পেতে sportshour24-এর সাথেই থাকুন।
- বুক ধড়ফড়: হৃদয়ের অস্বস্তি নাকি বিপদের সংকেত জেনেনিন কারণ, লক্ষণ ও মুক্তির উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৮ গোলে শেষ ৯০ মিনিটের খেলা
- এক ধাক্কায় সোনার ভরিতে কমলো ১৫৭৫ টাকা
- মেয়েদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে পুরুষের যে গুণটি
- বিমান দুর্ঘটনায় প্রাণ গেল ২৬০ জনের,জানা গেলো আসল কারন
- দাঁড়ালে মাথা ঘুরে ও চোখে ঝাপসা দেখেন, তাহলে সাবধান
- পোলার্ড ও পুরানের ব্যাটিং দেখলো ক্রিকেটবিশ্ব
- জামায়াত আমির স্ট্যাটাসে জানালেন ‘ভাষা হারিয়ে ফেলেছি’
- টস হেরে ব্যাটিংয়ে সাকিবের দল, দেখেনিন একাদশ
- দিনের শুরুতেই খালি পেটে পানি পান, বিশেষজ্ঞের পরামর্শ
- শাহজালালে বিমান বন্দরে নতুন আতঙ্ক, বিমানে শেষ হলো তল্লাশি
- কমলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১১ জুলাই ২০২৫)
- ইংল্যান্ড বনাম ভারত লর্ডস টেস্ট, জেনেনিন সর্বশেষ স্কোর
- ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে আর্চারের বাজিমাত
- বড় সুখবর গ্রামীণফোন গ্রাহকদের জন্য