সফল ব্যক্তিরা যে ৫ ধরনের মানুষের কথায় কান দেন না

আধুনিক জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছাতে শুধু প্রতিভা নয়, প্রয়োজন সঠিক অভ্যাস, জ্ঞান, এবং সঠিক মানুষের সংস্পর্শে থাকা। আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, “মানুষের সক্ষমতার মাত্র এক ভাগ জন্মগত, আর বাকি ৯৯ ভাগ নির্ভর করে চেষ্টা ও পরিশ্রমের উপর।” সেই সূত্র মেনেই স্মার্ট ও সফল ব্যক্তিরা জীবনে কিছু নির্দিষ্ট ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকেন। চলুন জেনে নেওয়া যাক, কাদের কথায় তারা গুরুত্ব দেন না:
সফল ব্যক্তি
১. অশিক্ষিত ও মূর্খ মানুষশিক্ষা মানেই বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নয়—শিক্ষা হলো সেই অভিজ্ঞতা ও জ্ঞান যা আপনি প্রতিদিনের জীবনের কাজ থেকে অর্জন করেন। যারা শুধু সার্টিফিকেট ঝুলিয়ে নিজেদের শিক্ষিত মনে করেন, কিন্তু ব্যবহারিক জ্ঞানে পিছিয়ে থাকেন, তাদের সঙ্গে সময় কাটানো মানেই নিজের উন্নতির পথে বাঁধা তৈরি করা। স্মার্ট ব্যক্তিরা বুঝে নেন কারা সত্যিকারের শিক্ষিত—তাদের কথাবার্তা ও আচরণ থেকেই এটা স্পষ্ট হয়। তাই অশিক্ষিত ও মূর্খ ব্যক্তিদের থেকে তারা দূরে থাকেন।
২. দায়সারা ও সময় নষ্টকারী ব্যক্তিযারা জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো গুরুত্ব না দিয়ে আড্ডা, অপ্রয়োজনীয় ফোনালাপ বা চ্যাটিংয়ে মেতে থাকেন, তারা আসলে নিজের সময় তো নষ্ট করেনই, আশেপাশের মানুষের সময়ও নষ্ট করেন।
স্মার্ট মানুষরা সময়ের মূল্য বোঝেন, তাই তারা এমন দায়সারা ব্যক্তিদের থেকে দূরে থাকেন। কারণ, এদের সঙ্গে থাকতে থাকতে নিজের জীবন থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে যেতে থাকে।
৩. নিরাপত্তার খোলসে থাকা কাপুরুষ মানুষজ্ঞানী ও কৌতুহলী ব্যক্তিরা সবসময় নতুন কিছু জানতে ও শিখতে আগ্রহী। তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পান না। কিন্তু কিছু মানুষ আছে যারা নিরাপত্তার ঘেরাটোপে থেকে সবসময় চেনা পথে হাঁটেন এবং নতুন কোনো চিন্তা বা উদ্যোগ নিতে চান না। স্মার্ট ব্যক্তিরা জানেন, এদের সঙ্গে মিশলে নিজের কৌতুহলবোধ এবং নতুন কিছু শেখার আগ্রহ ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে।
৪. যারা নিজের ভুল থেকে শেখেন নাজীবনে ভুল হতেই পারে, তবে তা থেকে শিক্ষা না নিলে সেই ভুল আবারো হবে। স্মার্ট ব্যক্তিরা শুধু নিজের ভুল নয়, বরং অন্যের অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেন। প্রখ্যাত ব্যক্তিদের জীবনী পড়ে বা তাদের অভিজ্ঞতা থেকে শেখার মাধ্যমে নিজের পথ নির্ধারণ করেন। কিন্তু যারা বারবার একই ভুল করে যান এবং কারো অভিজ্ঞতা থেকেও শিক্ষা নিতে রাজি নন, তাদের সঙ্গে সময় কাটানো মানে নিজের উন্নতিকে থামিয়ে দেওয়া।
৫. গোড়ামী করা ও অতিরিক্ত কথা বলা মানুষযারা মনে করেন তারা সব জানেন এবং নতুন কিছু শেখার দরকার নেই, তারা নিজেকে কখনোই উন্নত করতে পারবেন না। স্মার্ট মানুষরা সবসময় শেখার মানসিকতা নিয়ে চলেন, তাই তারা শোনেন বেশি, বলেন কম। প্লেটো ও সক্রেটিসও বলেছিলেন, যারা বেশি কথা বলে, তারা আসলে কিছু জানে না। তাই স্মার্ট ব্যক্তিরা এমন ‘সবজান্তা’ ধরনের মানুষদের এড়িয়ে চলেন।
সফল হতে চাইলে শুধু নিজের উপর কাজ করাই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক মানুষের সান্নিধ্য বেছে নেওয়া। তাই স্মার্ট ব্যক্তিরা খুব সচেতনভাবে এসব পাঁচ ধরনের মানুষের কথায় কান দেন না এবং নিজের সময় ও মানসিকতা রক্ষা করেন।
- ভয়াবহ দুর্ঘটনা! রোনাল্ডোর গাড়ি দুমড়ে মুচড়ে গেল, মৃ’ত্যু’র পথে রোনাল্ডো,জেনেনিন আসল তথ্য
- সাহাবুদ্দিন চুপ্পু আউট কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি
- পাল্টে গেলো বাংলাদেশের একাদশ, নতুন দল নিয়ে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে
- আজ এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
- ৩ গোলে শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল
- হঠাৎ পাল্টে গেল স্বর্ণের দর
- একলাফে কমে গেলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম
- পাঁচ দিন বন্ধ থাকবে যে ব্যাংকের সকল কার্যক্রম
- সৌদি,কুয়েত,দুবাই,সিঙ্গাপুর,ওমান ও মালয়েশিয়া সহ সকল দেশের আজকের টাকার রেট
- শেষ আটে কঠিন প্রতিপক্ষ পেল রিয়াল ও পিএসজি, দেখেনিন সূচি
- মুশফিক-মাহমুদউল্লাহর জায়গায় যাদের ভাবছেন মিরাজ, জানলে চমকে যাবেন
- প্রবাসে যেতে আগ্রহীদের জন্য সুখবর : ৪০ হাজার কর্মী নেয়ার ঘোষণা দিলো যে দেশ
- ইরানের কাছ থেকে লিখিত বার্তা পেল সৌদি আরব, যা যা লেখা আছে সেই চিঠিতে
- এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল যে দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
- আজ মিয়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, জেনেনিন সময়