নেইমারকে সান্ত্বনা দিলেন দিনিজ, চোখ ভিজলো ফুটবল বিশ্বের

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের সবচেয়ে বড় হার মেনে নিতে পারলেন না নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ফার্নান্দো দিনিজের কোচিংয়ে খেলা ভাস্কো দা গামা। সান্তোসের জার্সিতে এমন লজ্জাজনক হারের পর মাঠে কান্নায় ভেঙে পড়েন নেইমার। সেই মুহূর্তে এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেন প্রতিপক্ষ দলের কোচ ফার্নান্দো দিনিজ।
শনিবার রাতে মরুমবিস স্টেডিয়ামে খেলা শেষে হতাশায় মাটিতে বসে পড়েন নেইমার। ম্যাচ শেষের বাঁশি বাজার পর ভাস্কো কোচ দিনিজ এসে দীর্ঘক্ষণ জড়িয়ে ধরেন তাকে। সেই আলিঙ্গনেই যেন লুকিয়ে ছিল দিনিজের ভালোবাসা ও সম্মান।
দিনিজের আবেগঘন মন্তব্য
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে আবেগঘন কথা বলেন দিনিজ। তিনি বলেন,“নেইমারের সঙ্গে আমার সম্পর্ক ভিন্ন রকম। আমরা খুব বেশি সময় একসঙ্গে কাটাইনি, তবে জাতীয় দলে কাজ করার সময় ওকে কাছ থেকে দেখেছি। আমি নেইমারকে সত্যিই ভালোবাসি। সে শুধু ব্রাজিল নয়, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। আমি সবসময় বলি, সে এক রকমের ফুটবলীয় ‘অ্যাবারেশন’। প্রকৃত প্রতিভা।”
জাতীয় দলে একসঙ্গে কাজের স্মৃতি
২০২৩ সালে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে ছিলেন ফার্নান্দো দিনিজ। সে সময় নেইমারকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। দিনিজ মনে করেন, তার দায়িত্বগুলোর একটি ছিল নেইমারকে সাহায্য করা। তিনি বলেন,“আমি সবসময় মনে করতাম, জাতীয় দলে আমার অন্যতম কাজ হলো নেইমারকে সাহায্য করা। তার প্রতিভাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য মানসিক স্থিতি দেওয়া। আমি ওর জন্য আজীবন শুভকামনা করব, শুধু ফুটবলে নয়, ব্যক্তিগত জীবনেও।”
সামনের ম্যাচগুলো
এই হার সান্তোসের জন্য বড় ধাক্কা। নেইমার আগামী ম্যাচে মাঠে নামতে পারবেন না, কারণ তিনি নিষিদ্ধ হয়েছেন। ফলে আগামী রোববার (২৪ আগস্ট) বাহিয়ার বিপক্ষে অ্যারেনা ফন্তে নভায় নামতে হবে সান্তোসকে নেইমারকে ছাড়াই। অন্যদিকে দিনিজের ভাস্কো দা গামা বুধবার (২০ আগস্ট) ব্রাজিলের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (আলফ্রেডো জ্যাকোনি স্টেডিয়াম) ব্রাজিলের সেরি-আ’র স্থগিত ম্যাচে নেমে পড়বে।
- দেশের রাজনীতিতে নতুন মোড়: সেনাপ্রধানের আশঙ্কা কি সত্যি হতে চলেছে
- শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ডলফিন ‘জেসিকা’ হত্যার ভিডিও ভাইরাল, জেনেনিন আসল খবর
- সৌদি আরবের জন্য কঠিন সতর্কবার্তা
- ৬,৬,৬,৬,৬,৬,৬,৬, ২৯ বলে, ১০ ছক্কায় গড়লেন ইতিহাস
- ঘণ্টায় ২৬০ কিমি: বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন, বিপদের আশঙ্কায় সতর্কতা জারি
- খালি পেটে ভেজানো বাদাম খেলে যে ৭ অবিশ্বাস্য উপকার পাবেন
- আজকের সৌদি রিয়াল রেট (১৭ আগস্ট ২০২৫): সামান্য কমলো রেট
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৭/৮/২০২৫ তারিখ
- মেসির দুর্দান্ত ম্যাজিকের পর শেষ হলো ইন্টার মায়ামির ম্যাচ
- রাতে ভালো ঘুমের জন্য যা যা করবেন
- সোহান-বিজয়কে বাদ দিয়ে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল বিসিবি
- “কিছু মানুষের লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে”: প্রধান উপদেষ্টা
- প্রবাসীরা সাবধান : সৌদিতে ধরপাকড় অভিযান শুরু
- বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চাইলে মানতে হবে যেসব শর্ত