ব্রেকিং নিউজঃ দুই বছরের জন্য নিষিদ্ধ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা

সব মিলিয়ে আর্জেন্টিনার জার্সি তাঁর গায়ে উঠেছে ১৭ বার - ১১ ম্যাচে ছিলেন শুরুর একাদশে, ৬ ম্যাচে নেমেছেন বদলি হিসেবে। কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলে মেসি-দি মারিয়াদের সঙ্গে ছিলেন তিনিও। বিশ্বকাপে অবশ্য মাঠে নামতে পেরেছেন মাত্র দুই ম্যাচে, শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবার। সৌদি আরব আর অস্ট্রেলিয়া - এই দুই ম্যাচ মিলিয়ে তিনি বিশ্বকাপে মাঠে ছিলেন ৭১ মিনিট। বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলে তাঁকে আর ডাকা হয়নি।
আর্জেন্টিনার সেই ফরোয়ার্ড আলেহান্দ্রো পাপু গোমেস এবার ডোপিংয়ের অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন বলে ইউরোপে খবর। স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভো জানিয়েছে, ৩৫ বছর বয়সী পাপু গোমেসের ডোপ টেস্টটা সেভিয়ায় হয়েছিল গত বছরের নভেম্বরে, বিশ্বকাপের কয়েকদিন আগে। তবে সেটির ফল জানা গেল এতদিন পর। পাপু গোমেস সে সময়ে সেভিয়ায় ছিলেন।
গত সেপ্টেম্বরে তাঁর সঙ্গে এক বছর বাকি থাকা চুক্তি বাতিল করেছে সেভিয়া, এরপর 'ফ্রি ট্রান্সফারে' ইতালিয়ান ক্লাব মোনসাতে গেছেন পাপু গোমেস। এ সবই তাঁকে ঘিরে ঢাক ঢাক গুড়গুড় বাড়িয়ে দিয়েছিল - হঠাৎ হয়েছে কী পাপু গোমেসের? বিশ্বকাপজয়ী একজন ফরোয়ার্ডের সঙ্গে বলা নেই-কওয়া নেই ক্লাব চুক্তি বাতিল করে দিল!
তা ছাড়া বিশ্বকাপের আগে কিংবা বিশ্বকাপের সময়ে মেসি, রদ্রিগো দে পলদের সঙ্গে ছবিতে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পাপু গোমেসের যে নিয়মিত উপস্থিতি ছিল, বিশ্বকাপের কিছুদিন পর থেকেই তা হারিয়ে গেছে। এখন পেছনে তাকিয়ে তাই অনেকের মনে হচ্ছে, তাহলে কি বিশ্বকাপের কিছুদিন পরপরই আর্জেন্টিনা আর সেভিয়া জানতে পেরেছে 'পাপু'র ডোপপাপের খবর? অবশ্য আর্জেন্টিনার সংবাদমাধ্যমে গুঞ্জন, বিশ্বকাপের আগে রদ্রিগো দে পলের সম্ভাব্য চোট, জিওভান্নি লো সেলসোর চোটের খবর এবং ড্রেসিংরুমের ভেতরের আরও কিছু তথ্য নাকি সংবাদমাধ্যমে ফাঁস করে দিয়েছেন পাপু গোমেস। সেটাও মেসিদের সঙ্গে তাঁর সম্ভাব্য দূরত্বের পেছনের কারণ হতে পারে।
ডোপপাপের খবর একেবারে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আসার আগে প্রকাশ্যে আনা হয় না ঠিকই, তবে খেলোয়াড়ের ক্লাব ও জাতীয় দল সেটা আগেভাগে জেনে যাওয়া অস্বাভাবিকও নয়। অবশ্য সেপ্টেম্বরে তাঁকে দলে নেওয়া ক্লাব মোনসারও তো তাহলে পাপুর ডোপপাপের খবর জানার কথা।
যা-ই হোক, পাপু গোমেসের দাবি, তাঁর সন্তানের অসুস্থতার উপশমের জন্য যে সিরাপ ব্যবহার করা হচ্ছিল, তা চেখে দেখেছিলেন তিনি। সেটা তাঁর সে সময়ের ক্লাব সেভিয়ার ডাক্তারদের সঙ্গে সিরাপ নেওয়ার আগে তিনি আলোচনা করেননি। সেই সিরাপেই নাকি নিষিদ্ধঘোষিত উপাদান ছিল।
এখনো অবশ্য তাঁর ডোপপাপের খবরটি সংবাদমাধ্যমেই এসেছে, আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। এলে নিষেধাজ্ঞাটা দুই বছরেরই হবে কি না, তা-ও দেখার বিষয়। ঘোষণা এলে পাপু গোমেস নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন কি না, তা-ও এখনো জানাতে পারেনি আর্জেন্টাইন সংবাদমাধ্যম।
তবে এতটুকু নিশ্চিত, পাপু গোমেসের যা বয়স, তাতে দুই বছরের নিষেধাজ্ঞা পেলে তাঁর ক্যারিয়ারে এখানেই সম্ভবত যতি পড়তে যাচ্ছে।
- মারা গেলেন হাসনাত আবদুল্লাহ, জানা গেলো খবরের আসল সত্যতা
- ১৯ বছর পর আবারও ইতিহাসের লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ
- এইমাত্র ভিসা নিয়ে যে ঘোষণা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
- খালেদা জিয়াকে নিয়ে যা বললেন সারজিস আলম
- বাংলাদেশ-আমিরাত প্রথম টি-টোয়েন্টি: নতুন সিরিজে মাঠে নামছে টাইগাররা
- সাকিব-শিশিরের বিবাহ বিচ্ছেদ, অবশেষে জানা গেলো আসল সত্য
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (৫ মে ২০২৫)
- আজ ৫/৫/২০২৫ তারিখ, জেনেনিন আজকের ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- হঠাৎ পতন জ্বালানি তেলের বাজারে
- মোটরসাইকেল স্টার্ট দিতে গিয়ে বেশিরভাগ মানুষ যে ভুলটি করে থাকেন
- কতটা নিচে নামবে শান্ত-মিরাজরা : রয়েছে লাইফ সাপোর্টে
- জাতীয় দল নয়, আইপিএলকেই বেছে নিলেন হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজ দলে চমক
- প্রতিপক্ষের জালে আটকে গেল বাংলাদেশের জয়ের স্বপ্ন
- ইতালি যেতে আগ্রহীদের জন্য সুখবর, লিগ্যাল পথে নিচ্ছে আরও শ্রমিক
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট