| ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

লাল কার্ড খেলেন আর্জেন্টাইন তারকা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ এপ্রিল ০৮ ১০:২৩:০৬
লাল কার্ড খেলেন আর্জেন্টাইন তারকা

লাল কার্ড দেখলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা আকুনিয়াকে। মুলাত মেজাজ ধরে রাখতে পারলেন না আর্জেন্টাইন এই তারকা মার্কোস আকুনিয়া। প্রতিপক্ষের গোলের পরে নিয়ন্ত্রণ হারানোর দায়ে খেলার শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো আকুনিয়াকে।

গতকাল ৭ মাএপ্রিল শুক্রবার দিবাগত রাত ১টায় লা লিগার ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী সেভিয়া ও সেলটা ভিগো। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। সেভিয়ার হয়ে গোল করেন ইউসেফ এন-নেসিরি ও মার্কোস আকুনিয়া। আর সেলটা ভিগোর হয়ে গোল করেনমিগুয়েল রদ্রিগেজ ও গনসালো প্যাসিয়েন্সিয়া।

ম্যাচের শেষ মুহূর্তে সমতাসূচক গোলে ফেরে সেলটা। তাতে মেজাজ হারিয়ে এলেমেলো কথা বলেন বিশ্বকাপজয়ী তারকা ও সেভিয়ার ডিফেন্ডার আকুনিয়া। রেফারি সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান তাকে। ফলে শেষদিকে নয়জনের দলে পরিণত হয় সেভিয়া।

এর আগে ম্যাচের ১৯ মিনিটে লাল কার্ড দেখেন সেভিয়ার মিডফিল্ডার পাপে গুইয়ে। তিনি ৬ মিনিটে ফাউল করে প্রথম লাল কার্ড দেখেছিলেন, আর ১৯ মিনিটে আবারও ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয়।

১০ জনের দলে পরিণত হওয়া সেভিয়া অবশ্য দমে যায়নি। ম্যাচের ৪৩ মিনিটে প্রথম গোলটি আসে তাদের পক্ষ থেকেই। আর ৮১ মিনিটে আরও একটি গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আকুনিয়া।

তবে ৮৯ ও ৯৩ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরায় সেলটা ভিগো। শেষ পর্যন্ত এই ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় উভয় দলকে।

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে