| ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

মেসির ক্লাবে হঠাৎ বিতর্ক

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ০৮ ০৯:৫৭:০৮
মেসির ক্লাবে হঠাৎ বিতর্ক

নিজের ক্লাবের বিপক্ষে চোটে গেলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে। পুরো আসরের টিকিটের প্রচারের জন্য একটি ভিডিওতে ফরাসি স্ট্রাইকারের ছবি ব্যবহার করেছিল তার ক্লাব পিএসজি। তা পছন্দ হয়নি এই তারকার। সেই ভিডিও সরিয়ে নিতে বাধ্য করেন ক্লাবকে। আগামী দিনে নিজের ছবির স্বত্বের জন্য আইনি লড়াই করবেন বলেও হুমকি দিলেন ফরাসি অধিনায়ক।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে এমবাপে বলেন, “আমি জানতাম না ক্লাব কী জন্য আমার সাক্ষাৎকার নিচ্ছে। মনে হয়েছিল সাধারণ কোনও সাক্ষাৎকার। কিন্তু যে ভিডিয়ো বার হয়েছে সেটার সঙ্গে আমি এক মত নই। সেই কারণেই আমি নিজের ছবির স্বত্ব নেওয়ার জন্য লড়ছি। পিএসজি খুব বড় দল, কিন্তু এটা তো কিলিয়ান সঁ জরমঁ নয়।”

এমবাপে আপত্তি করায় ভিডিয়োটি সরিয়ে দেয় পিএসজি। সব জায়গা থেকে সরালেও ইউটিউবে ভিডিয়োটি রয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে এমবাপের মুখ ব্যবহার করা সেই ভিডিয়ো। সেই বিজ্ঞাপনী ভিডিয়োটিতে এমবাপেকেই শুধু কথা বলতে শোনা যায়। লিয়োনেল মেসিকে দেখা যায়নি। তিনি এই মরসুমের শেষে ফরাসি ক্লাব ছাড়বেন বলেও শোনা যাচ্ছে। নেই নেমারও। তাঁর চোট রয়েছে। পিএসজির তরফে যদিও এমবাপের বক্তব্যের পর কোনও পাল্টা বার্তা দেওয়া হয়নি। এর আগেও এমবাপে একটি ফোটোশুটে অংশগ্রহণ করতে চাননি। আগামী দিনে তিনিও ক্লাব ছাড়বেন কি না সেই জল্পনাও শুরু হয়ে গিয়েছে।

ক্রিকেট

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী বোর্ড সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বোর্ড সভাপতি ...

নতুন দায়িত্বে বদলাবে কি বিপিএলের ভাগ্য

নতুন দায়িত্বে বদলাবে কি বিপিএলের ভাগ্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)—নামের দিক থেকে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু ...

Scroll to top

রে
Close button