| ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

রয় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে পারবেন, দেখেনিন নিয়ম কি বলে

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ০৭ ১৮:০১:২৩
রয় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে পারবেন, দেখেনিন নিয়ম কি বলে

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে খেলার কথা ছিল সাকিবের। তবে সাকিব সরে দাড়ানোই তার পরিবর্তে জেসন রয়কে দলে ভিড়িয়েছে কলকাতা। জেসন রয়কে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যবহারের ইঙ্গিত দিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু আইপিএলের নিয়ম মেনে কেকেআর যেভাবে দল সাজায় এবং যেভাবে খেলে, তাতে সেটা আদৌও কি সম্ভব? তা নিয়েই প্রশ্ন উঠছে। নাকি কেকেআর স্রেফ বিষয়টি ভাসিয়ে দিয়েছে, তা নিয়েও কানাঘুষো চলছে। যে রয় গুজরাট টাইটানস ম্যাচের আগে সোজা আমদাবাদে কেকেআরের শিবিরে যোগ দিতে চলেছেন।

রয়কে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যবহার করতে সমস্যা কোথায়? আইপিএলের নিয়মের গেরোয় সেই সমস্যা তৈরি হবে। কারণ আইপিএলের নিয়ম অনুযায়ী, যদি কোনও দলের প্রথম একাদশে চার বিদেশি থাকেন, তাহলে যে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নামানো হবে, তিনি বিদেশি হতে পারবেন না। তাঁকে ভারতীয় হতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে যে দল নামিয়েছিল, তাতে প্রথম একাদশে যেহেতু চার বিদেশি (রহমানউল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং টিম সাউদি) ছিলেন, তাই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে কোনও বিদেশিকে নিতে পারত না কেকেআর।

তাহলে কোন ক্ষেত্রে বিদেশি ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নেওয়া যাবে? আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও দলের প্রথম একাদশে যদি তিন বা তার কম বেশি বিদেশি থাকেন, তবেই কোনও বিদেশি ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ আনা যেতে পারে। কিন্তু আদৌও সেটা কেকেআরের পক্ষে সম্ভব হবে কিনা, সন্দেহ আছে। কারণ আপাতত যা ফর্মে আছেন, তাতে গুরবাজকে বাদ দেওয়া যাবে না। রাসেল এবং নারিনও কেকেআরের প্রথম একাদশে থাকেনই। আর পেসারদের মধ্যে সাউদি বা লকি ফার্গুসন কেকেআরের প্রথম একাদশে থাকবেন। সেটাই যদি হয়, তাহলে বিদেশিদের জন্য কেকেআরের চারটি স্লটই পূর্ণ হয়ে যাবে।

রয়কে খেলাতে গেলে কী করতে হবে? প্রথমেই গুরবাজকে দল থেকে বাদ দিতে হবে। কারণ কেকেআরে রাসেল ও নারিন থাকবেনই। আর কেকেআরের যা পেস বোলিং লাইন-আপ, তাতে এক বিদেশি পেসার লাগবেই। সেই পরিস্থিতিতে কেকেআর যদি প্রথমে ব্যাট করে, তাহলে গুরবাজের পরিবর্তে রয়কে নেওয়া যেতে পারে। বোলিংয়ের সময় রয়ের পরিবর্তে লকি বা সাউদিকে নামাতে পারে কেকেআর। যদিও সেটার জন্য ভারতীয় উইকেটকিপার লাগবে। এন জগদীশনকে দলে নিতে হবে। তবে এই মুহূর্তে গুরবাজ যা খেলছেন, তাতে তাঁকে বাদ দেওয়া কঠিন। আর বাংলাদেশি তারকা লিটন দাস থাকলে রয়ের খেলার সম্ভাবনা এমনিতেও কমে যাবে।

আবার কেকেআর যদি দ্বিতীয় ব্যাটিং করে, তাহলে প্রথমে নারিন, রাসেল এবং লকি বা সাউদিকে খেলাতে হবে। সেক্ষেত্রে ব্যাটিংয়ের সময় লকির পরিবর্তে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে রয়কে আনা যেতে পারে। তাতে গুরবাজকে দলের বাইরে থাকতে হবে। জগদীশনকে কিপিং করতে হবে কেকেআরে।

রয়কে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলানো নিয়ে কী বলেছেন কেকেআর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত?

পণ্ডিত: আমরা দু'জন খেলোয়াড়কে মিস করব শ্রেয়স (আইয়ার) এবং শাকিব (আল হাসান)। আমরা ইতিমধ্যে একজন খেলোয়াড়কে পেয়ে গিয়েছি। স্কোয়াডে ব্যাক-আপ খেলোয়াড় থাকা খুব গুরুত্বপূর্ণ। ও টপ-অর্ডারের ব্যাটার। ও অত্যন্ত কার্যকরী ব্যাটার। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে ও অত্য়ন্ত কার্যকরীও হবে। সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের এক শক্তিশালী স্কোয়াড ...

হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ

হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ

ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশের যুবদল এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ স্বাগতিক লাওসকে ২–১ গোলে ...

এএফসি বাছাইয়ে দুর্দান্ত শুরুতেই পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

এএফসি বাছাইয়ে দুর্দান্ত শুরুতেই পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে চমক জাগানিয়া শুরু করেছে বাংলাদেশ নারী ...

Scroll to top

রে
Close button