আইপিএলে খেলার মাঝে বিরতি নিয়ে রোহিত চিন্তিত

ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে, ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ারদের ব্যবহার করুক। যাতে কোনও প্লেয়ার নতুন করে চোট না পান, বা ক্রিকেটারদের মধ্যে বাড়তি ক্লান্তি যেন না আসে। আইপিএল চলাকালীন মাঝেমাঝে প্লেয়াররা যাতে বিরতি পান, সেটি নিশ্চিত করতে চাইছে তারা।
জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে শ্রেয়স আইয়ারসহ বেশ কয়েক জন তারকা ভারতীয় প্লেয়ার চোটের সঙ্গে লড়াই করছেন। স্বাভাবিক ভাবেই এই বছর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের আগে ভারত কিছুটা চাপেই।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য চাইছে, ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ারদের ব্যবহার করুক। যাতে কোনও প্লেয়ার নতুন করে চোট না পান, বা ক্রিকেটারদের মধ্যে বাড়তি ক্লান্তি যেন না আসে। আইপিএল চলাকালীন মাঝেমাঝে প্লেয়াররা যাতে বিরতি পান, সেটি নিশ্চিত করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা মনে করেন যে, ‘সেটা (আইপিএল চলাকালীন প্লেয়ারদের বিরতি) হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।’
অস্ট্রেলিয়ার কাছে সিরিজের নির্ধারক ম্যাচে ভারত হেরে যাওয়ার পর রোহিত বলেছেন, ‘এখন সবটাই ফ্র্যাঞ্চাইজিদের উপর নির্ভর করবে। তারা এখন মালিক। আমরা দলগুলোকে কিছু ইঙ্গিত দিয়েছি। কিন্তু দিনের শেষে এটা ফ্র্যাঞ্চাইজির উপর নির্ভর করবে। এবং আরও গুরুত্বপূর্ণ, এটি খেলোয়াড়দের উপরও নির্ভর করে। প্লেয়াররা সবাই প্রাপ্তবয়স্ক, তাদের শরীরের যত্ন নিতে হবে। যদি তারা মনে করে যে, একটু বেশি চাপ হয়ে যাচ্ছে, সেই সম্পর্কে কথা বলতে পারে তারা এবং একটি বা দু'টি খেলায় বিরতি নিতে পারে। তবে এটা ঘটবে কিনা, আমার সন্দেহ আছে।’
আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এ বারের আইপিএল। এই বছর থেকে ফের শুরু হচ্ছে হোম-অ্যাওয়ে ফরম্যাটে প্রতিযোগিতা। পাশাপাশি এ বারের আইপিএলে তিনটি নিয়মে বদল আনা হচ্ছে। প্রথমত, এর আগে টসের সময় প্রথম একাদশ জানিয়ে দিতে হত অধিনায়কদের। তবে এ বারের আইপিএল থেকে সেটা হবে না। টসের সময় দু’টি আলাদা প্রথম একাদশের তালিকা নিয়ে নামতে পারবেন অধিনায়কেরা। টসের পরে তিনি নিজের পছন্দের প্রথম একাদশ জানাতে পারবেন। অর্থাৎ, প্রথমে বোলিং বা ব্যাটিংয়ের উপর নির্ভর করে প্রথম একাদশে বদল আনতে পারবেন অধিনায়ক।
এর বাইরে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ করতে না পারলে আগে জরিমানা করা হত অধিনায়ককে। কিন্তু এ বার থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ করতে না পারলে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার রাখতে হবে অধিনায়ককে। ফলে সুবিধা পাবে ব্যাটিং দল। আর তৃতীয় পরিবর্তনটি হল, ফিল্ডিং করার সময়ে নিয়ম-বহির্ভূত ভাবে নড়াচড়া করলে, তারও শাস্তি পেতে হবে ফিল্ডিং করা দলকে। যদি বল করার সময় উইকেটরক্ষক নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করেন, তা হলে ব্যাট করা দলকে পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হবে। সেই বলটিও ডেড বল হিসেবে ধরা হবে। অর্থাৎ, কোনও বল না খেলেই ৫ রান যোগ হবে ব্যাটিং দলের স্কোরবোর্ডে। কোনও ফিল্ডার সেই কাজ করলেও একই শাস্তি পেতে হবে।
- "লঞ্চে দুই তরুণীকে পেটানো সেই যুবক থানায় হাজির হয়ে যা বলল, শুনে চমকে গেল সবাই"
- আলোচিত সেই বাবা-মেয়েকে নিয়ে যা বলছেন কেয়ারটেকার, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- এবার যে বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- অবশেষে মুখ খুললেন পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা, জানালেন করুণ কাহিনি
- আ:লীগ নিষিদ্ধ হওয়ায় যা বললেন : জামায়াত আমির
- দেশজুড়ে ছড়িয়ে পড়ছে নতুন ভাইরাস, কিডনি পর্যন্ত নষ্ট হতে পারে
- রেশমা উদ্ধারের নাটক কেন সাজানো হয়েছিলো
- হঠাৎ পাল্টে গেলো ডিমের দাম
- এতো নাটক করেও পড়লো ধরা, উন্মোচিত ভয়াবহ সত্য
- শেখ হাসিনা কেন ভারতকে দিয়েছিলো সেই মাঠ,ভেন্যু ও সীমান্ত উত্তেজনা
- নতুন দু:সংবাদ জানালো আবহাওয়া অফিস
- আজ সন্ধ্যার আগেই ঝড় হতে পারে যে ৬ জেলায়
- যা কেউ ভাবেনি, সেটাই করলেন তামিম ইকবাল
- চলছে উপদেষ্টাদের বৈঠক; ওদিকে আ. লীগ নিষিদ্ধে অনড় ফ্যাসিবাদবিরোধীরা
- দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার নতুন মূল্য তালিকা প্রকাশ