মাত্র ৪৮ হাজার টাকায় হোন্ডার ১১০ সিসি বাইক
নতুন এই বাইকের দাম ৪৮ হাজার ৬৪১ টাকা। বাইকটি মূলত কালো রঙের। এর সঙ্গে বিভিন্ন রংয়ের কম্বিনেশনে পাওয়া যাচ্ছে। যেমন- কেবিন গোল্ড, গ্রিন মেটালিক, গ্রে সিলভার মেটালিক, লাল এবং ব্লু মেটালিক।
সংস্থার লক্ষ্য এই বাইকের মাধ্যমে শহর, মফস্সলের পাশাপাশি গ্রামের বাজারও ধরা। এর জন্য এই বাইকের সিটও স্বাভাবিকের থেকে বড়।১১০ সিসির ‘সিডি ১১০ ড্রিম ডিএক্স’ বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৬ কিলোমিটার।
গ্রামের রাস্তায় চলার উপযোগী করার জন্য দুই চাকার মধ্য দূরত্ব থেকে মেটাল কেরিয়ার, চাবি লাগানো ইউটিলিটি বক্স ইত্যাদি সুবিধা দেওয়া হয়েছে। একই সঙ্গে থাকছে টিউবলেস টায়ার এবং উন্নতমানের ব্যাটারি যার জন্য আলাদা মেইনটেন্যান্স দরকার নেই।