| ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

আম্পায়ারের এ কেমন সিদ্ধান্ত, প্রশ্ন স্টেইন-ভিলিয়ার্সের ভিডিওসহ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ জুলাই ০৫ ১৮:৫৩:৩৯
আম্পায়ারের এ কেমন সিদ্ধান্ত, প্রশ্ন স্টেইন-ভিলিয়ার্সের ভিডিওসহ

ফিল্ড আম্পায়াররা ভুল করলেও বিষয়টি দেখভালের জন্য ডিআরএস সিদ্ধান্তের নিয়ম করেছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।

এর পরও আম্পায়ারের কিছু কিছু সিদ্ধান্তে ভুক্তোভোগী হতে দেখা যায় ব্যাটসম্যানকে। কখনও আবার বোলারও নিশ্চিত উইকেট থেকে বঞ্চিত হন। ম্যাচ শেষে এ নিয়ে তখন তুলকালাম বাঁধান তারকা, ক্রীড়া বিশ্লেষক ও ক্রিকেটপ্রেমীরা। আম্পায়ারের এমনই এক ভুল সিদ্ধান্ত নিয়ে তোলপাড় চলছে ক্রিকেটমহলে।

সরব হয়ে উঠেছেন ডেল স্টেইন, অ্যালবি মর্কেল, এবি ডি ভিলিয়র্সের মতো প্রোটিয়ার তারকারা । ঘটনাটি সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার টি-টিয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংসে ১৯তম ওভারে পপিং ক্রিজে ছিলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান উইয়ান মালডার।

বল করছিলেন ক্যারিবীয় পেসার ওবেদ ম্যাককয়। ওভারের শেষ বলটি লেগ-স্টাম্পের বাইরে শর্ট পিচড দেন ম্যাককয়। বলটি বাউন্সার ছিল, যা এতটাই উচুঁতে ওঠে যে, ব্যাটসম্যান মালডার ব্যাটমিন্টন শট খেলার চেষ্টা করেও তার নাগাল পাননি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বলটিকে ওয়াইড ঘোষণা করেননি আম্পায়ার।

বৈধ ডেলিভারি হিসেবেই বিবেচনা করেন। এতে হতাশ হয়েছেন প্রোটিয়া পেসার ডেইল স্টেইন। ডেলিভারিটির ভিডিও টুইটারে শেয়ার করে তিনি প্রশ্ন ছুড়েছেন, মাটি থেকে কত উপরে উঠলে ওয়াইড হয় না? আম্পায়ারের এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন লিখেছেন ডি ভিলিয়ার্স।

ম্যাককয়ের সেই ডেলিভারিটি দেখুন –

ফুটবল

মায়রোকা বনাম বার্সেলোনা: লা লিগার রোমাঞ্চকর লড়াই ও লাইভ দেখার উপায়

মায়রোকা বনাম বার্সেলোনা: লা লিগার রোমাঞ্চকর লড়াই ও লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১১টা ৩০ মিনিটে লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ...

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুম আজ শুরু হচ্ছে এক দুর্দান্ত লড়াই দিয়ে। মোলিনিউক্স ...

Scroll to top

রে
Close button