| ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কোনদিন কেউ পারে নি এমন এক জাদুকরী গোলে ফুটবল বিশ্বে তাক লাগালেন আর্জেন্টাইন ফুটবলার,ভিডিওসহ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ মার্চ ১৫ ১২:০৬:০৪
কোনদিন কেউ পারে নি এমন এক জাদুকরী গোলে ফুটবল বিশ্বে তাক লাগালেন আর্জেন্টাইন ফুটবলার,ভিডিওসহ

রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের মাঠে খেলতে গিয়েছিল টটেনহ্যাম হটস্পার। যেখানে অবিশ্বাস্য এক গোল করেছেন লামেলা। একই গোলে র‍্যাবোনা এবং নাটমেগের অভূতপূর্ব যুগলবন্দী ঘটিয়েছেন ২৯ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার। যা নিয়ে এখন ফুটবল বিশ্বে চলছে তার বন্দনা।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ৩৩ মিনিটে প্রথম ও নিজেদের একমাত্র গোলটি করে টটেনহ্যাম। বাম দিক থেকে সার্জিও রেগুইলিয়ন লম্বা ক্রস বাড়ান লুকাস মউরার উদ্দেশ্যে। সেটি ধরে লামেলাকে ছোট্ট পাস দেন মউরা। সেই পাস থেকে উল্টো পায়ে আর্সেনাল ডিফেন্ডার থমাস পার্টের দুই পায়ের ফাঁক দিয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান লামেলা।

এই গোলে একইসঙ্গে ছিল র‍্যাবোনা ও নাটমেগের মিশ্রন। প্রথমে উল্টো পায়ে করা শটটি ছিল র‍্যাবোনা এবং ডিফেন্ডারের পায়ের ফাঁক গলে যাওয়ায় এটি হয়ে গেছে নাটমেগও। এই গোলের সুবাদেই লিড পায় টটেনহ্যাম। অবশ্য এই লিড আর কাজে লাগেনি। পরে জোড়া গোল করে ম্যাচ জিতে নিয়েছে আর্সেনাল।

ম্যাচের ৪৪ মিনিটের সময় দলের পক্ষে সমতা ফেরান আর্সেনালের তরুণ ফরোয়ার্ড মার্টিন ওডেগার্ড। পরে দ্বিতীয়ার্ধে ফিরে ৬৪ মিনিটের সময় পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন আলেকসান্দ্র লাকাজেত। ডি-বক্সের মধ্যে তাকেই ফাউল করা হলে ভিডিও এসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

ম্যাচের টুইস্ট ছিল তখনও বাকি। ৬৯ মিনিটের সময় পার্টেকে পেছন থেকে ফাউল করায় প্রথম হলুদ কার্ড দেখেন লামেলা। এর মিনিট সাতেক পর অযথাই কাইরান টিয়ের্নিকে হাত দিয়ে চাটি মেরে বসেন প্রথমার্ধে জাদুকরী গোল করা লামেলা। ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি এবং দুই হলুদ কার্ডের মাঠ ছেড়ে যেতে হয় তাকে।

বাকিসময়ে ১০ জনের দল নিয়ে খেলে সমতাসূচক গোলের দেখা পায়নি টটেনহ্যাম। এ পরাজয়ের পর এখন ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে স্পার্সরা। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে আর্সেনাল।উল্লেখ্য, নিজের ক্যারিয়ারে আরও একবার র‍্যাবোনা কিকে গোল করেছিলেন লামেলা। ২০১৪ সালের অক্টোবরে আসটেরসের বিপক্ষে ডি-বক্সের মুখ থেকে উল্টো পায়ের র‍্যাবোনা শটে বল জালে জড়িয়েছিলেন এ আর্জেন্টাইন তারকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

লিটনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নাসির হোসেন

লিটনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নাসির হোসেন

নিজস্ব প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন ...

১০ বলে ২৭ রান , ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের নাটক

১০ বলে ২৭ রান , ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের নাটক

নিজস্ব প্রতিবেদক : শেষ ১০ বলে প্রয়োজন ২৭ রান—এমন সমীকরণে জয়ের কথা ভাবাও কঠিন! কিন্তু ...

ফুটবল

৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল পাল্টে দিলো ব্রাজিল

৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল পাল্টে দিলো ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ জল্পনার অবসান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার সত্যিই ভরসা রাখল এক বিদেশি ...

দীন হুইসেনকে নিয়ে চেলসি ও রিয়াল মাদ্রিদ লড়াই : শেষ হাসি হাসছে কোন দল

দীন হুইসেনকে নিয়ে চেলসি ও রিয়াল মাদ্রিদ লড়াই : শেষ হাসি হাসছে কোন দল

নিজস্ব প্রতিবেদক : চেলসির স্বপ্ন ভাঙতে বসেছে রিয়াল মাদ্রিদ! ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম উদীয়মান ডিফেন্ডার ...



রে