
MD: Maruf Hosen
Senior Reporter
১০ বলে ২৭ রান , ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের নাটক

নিজস্ব প্রতিবেদক : শেষ ১০ বলে প্রয়োজন ২৭ রান—এমন সমীকরণে জয়ের কথা ভাবাও কঠিন! কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছেন বাংলাদেশের উদীয়মান ক্রিকেটাররা। রাকিবুল হাসানের ঝড়ো ব্যাটিং আর অধিনায়ক আকবর আলির সাহসী ইনিংস ভরসা জুগিয়েছে বাংলাদেশ ইমার্জিং দলকে। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখেই দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল ঝরঝরে। উদ্বোধনী জুটিতে মাহফিজুল ইসলাম রবিন ও জিশান আলম গড়েন ৫২ রানের ভিত্তি। এরপর মিডল অর্ডারে প্রীতম, আরিফুল, আহরার ও রাব্বিরা ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে রেখে ৮৯ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রবিন।
রবিন ফেরার পর চাপের মুখে ব্যাট হাতে নামেন অধিনায়ক আকবর আলি। দল যখন জয়ের পথ থেকে অনেকটাই ছিটকে গেছে, তখন উইকেটে নেমেই ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। ২৪ বলে ৪১ রানের ধুন্ধুমার ইনিংসে রানরেটের চাপ কমিয়ে আনেন আকবর। যদিও শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে আসতে পারেননি।
তবে গল্পের নায়ক হয়ে ওঠেন রাকিবুল হাসান। ১৯তম ওভারে ৩টি বিশাল ছক্কা হাঁকিয়ে ২০ রান নিয়ে আসেন। ম্যাচের সমীকরণ তখন ৬ বলে ৭ রান। আর সেটিও অনায়াসে মেলান রাকিবুল ও তোফায়েল আহমেদ।রাকিবুল অপরাজিত থাকেন মাত্র ১০ বলে ২৪ রান করে, তার ইনিংসে ছিল ৩টি ছক্কা। তোফায়েলের ব্যাট থেকেও আসে সমান গুরুত্বপূর্ণ ২০ বলে ২৪ রান।
আফ্রিকার ব্যাটিং: শুরু খারাপ, শেষ ভালোদক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও হঠাৎ করে ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। আহরার আমিনের দারুণ দুই আঘাতে বাংলাদেশের হাতে ম্যাচ চলে আসে। তবে এরপর কনোর ও এনড্রিল মিলে গড়ে তোলেন শক্ত ভিত। শেষদিকে তিয়ান মিচায়েল ও নকোবোনির ক্যামিও ইনিংসেই স্কোর পৌঁছায় ৩০১ রানে।
বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ছিলেন সবচেয়ে খরুচে বোলার—৮৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আহরার পিয়ান নিয়েছেন ২ উইকেট।
সিরিজে এগিয়ে বাংলাদেশএই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আকবর আলির বাংলাদেশ ইমার্জিং দল। শেষ ওভারের রোমাঞ্চ আর ব্যাটে-বলের চমকে মোড়ানো এই জয়ে আত্মবিশ্বাসে ভরপুর টাইগার যুবারা।
আরও খেলার খবর পেতে চোখ রাখুন www.sportshour24.com–এ।
- ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার! হামজা চৌধুরীর মুখে চাঞ্চল্যকর তথ্য
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি : ২৫, ২৩, ২১, ১০ দিন
- করোনা বাড়ায় এইচএসসি পরীক্ষা নিয়ে আছে যে বিকল্প চিন্তা
- যে ৮ প্রকার নারীর সঙ্গে ভুলেও বিছানায় যাবেন না
- কঠিন রোগে আক্রান্ত হয়ে মহা সংকটে মেহেদী মিরাজ, সবার কাছে চাইলেন দোয়া
- হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান, এলাকায় ব্যাপক.,,
- অভিমানেই বড় সিদ্ধান্ত! আর ফিরতে চান না মুমিনুল
- আর্জেন্টিনাকে হারিয়ে দিল ব্রাজিল ফুটবল
- জেনেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- আইএল টি-20 ইতিহাস গড়তে যাচ্ছেন মুস্তাফিজ, টার্গেট এখন শুধু ‘ফিজ’
- এইচএসসি পরিক্ষা পেছানো হবে কিনা, যা বলছে শিক্ষা বোর্ডগুলো
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
- বিমানবন্দর বন্ধ ঘোষণা করলো যে দেশ
- ভিসা নিয়ে চরম দু:সংবাদ
- আজকের সৌদি রিয়াল রেট