আবারও পাল্টে গেলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আজ বুধবার (১৪ মে) থেকে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে। তবে রুপার দাম থাকছে আগের অবস্থানেই।
বাজুস মঙ্গলবার (১৩ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ১ হাজার ৫৬৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩৮ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৪৩৬ টাকায়।
তবে নতুন এই দামের সঙ্গে ৫% সরকারি ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। অবশ্য গহনার মান ও ডিজাইন অনুযায়ী মজুরির ভিন্নতা হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে ১২ মে বাজুস স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করেছিল ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা, যা কার্যকর হয়েছিল ১৩ মে থেকে। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল দাম।
চলতি বছর এ নিয়ে মোট ৩৩ বার স্বর্ণের দামে সমন্বয় আনলো বাজুস। এর মধ্যে ২২ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে মাত্র ১১ বার। ২০২৪ সালে সমন্বয়ের সংখ্যা ছিল ৬২ বার।
অন্যদিকে, রুপার দাম রয়েছে অপরিবর্তিত। বর্তমানে ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরিতে বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।
এখন দেখার বিষয়, নতুন এই দামের প্রভাব ভোক্তাপর্যায়ে কেমন পড়ে। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
- ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার! হামজা চৌধুরীর মুখে চাঞ্চল্যকর তথ্য
- হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান, এলাকায় ব্যাপক.,,
- আর্জেন্টিনাকে হারিয়ে দিল ব্রাজিল ফুটবল
- করোনা বাড়ায় এইচএসসি পরীক্ষা নিয়ে আছে যে বিকল্প চিন্তা
- আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে দামি ট্রান্সফারে রিয়ালে মাস্তান্তুয়োনো
- পুরুষরা সঙ্গীর কাছে ৬টি সত্য গোপন করেন
- প্রবাসে যেতে চান, সুখবরটি আপনার জন্য