নেইমারের নতুন ভালোবাসা তাঁকে পাত্তাই দিচ্ছেন না

তাই বলে সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া থেকে বর্তমান সময়ের ব্রাজিলের সবচেয়ে বড় এই তারকাকে আটকানোর সাধ্য কার! শোনা গেছে, নতুন এক মডেলের প্রেমে মজেছেন নেইমার। ভালোবাসা জানাতে ক্রমাগত সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মডেলের প্রতিটি ছবিতে ‘লাইক’, ‘লাভ’ দিয়েই যাচ্ছেন।
নেইমারের ‘অপার ভালোবাসা’ পেতে থাকা এই মডেলের নাম কিয়ারা নাস্তি। জাতীয়তা ইতালি। আরমানির মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের এই মডেলের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা প্রায় আঠারো লাখের মতো। এমন খবরই জানিয়েছে ইতালির বিভিন্ন সংবাদমাধ্যম।
তবে আপাতত নেইমাররে এই ভালোবাসা একতরফা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ‘হৃদয় ভরা ভালোবাসা’ পাঠালেও ওই পক্ষ থেকে কোনো সাড়াশব্দ আসেনি বলেই জানা গেছে। নেইমারের ডাকে এখনো সাড়া দেননি ২৩ বছর বয়সী এই মডেল।
এদিকে ইতালিয়ান বিনোদন সাংবাদিক ও ‘চি’ ম্যাগাজিনের পরিচালক আলফোনসো সিনিওরিনি জানিয়েছেন, নাস্তিকে একপলক দেখার জন্য সম্ভাব্য যা যা কিছু করা দরকার, সবকিছু করে চলেছেন নেইমার! ‘নাস্তির একটা ছবিও নেই, যাতে নেইমারের ”লাইক” বা ”লাভ” রিঅ্যাকশন নেই।
এই মুহূর্তে সে নাস্তির সঙ্গে দেখা করার জন্য সম্ভাব্য সবকিছুই করে চলেছে, কিন্তু এখনো নাস্তির পক্ষ থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি,’ জানিয়েছেন সিনিওরিনি। অর্থাৎ বুক ভরা ভালোবাসা নিয়ে আপাতত খালি হাতেই ফিরতে হচ্ছে নেইমারকে! ইতালিয়ান এই মডেল নেপলসের অধিবাসী, ‘ড্যান্স ড্যান্স ড্যান্স’ ও ‘দ্য আইল্যান্ড অব ফেমাস’–এর মতো একাধিক রিয়েলিটি শোতে দেখা গেছে এই মডেলকে।
২০১৭ সালে উদ্যোক্তা উগো আবামন্তের সঙ্গে বাগদান হয়েছিল তাঁর। কিন্তু এক বছরের মাথায় সে সম্পর্ক ভেঙে গিয়েছিল। আপাতত নাস্তি তাই একা আছেন। মাঠের ভেতরের মতো বাইরের জীবনটাও কম রঙিন নয় নেইমারের। গোটা ক্যারিয়ারে একাধিক মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
নেইমারের ব্যক্তিগত জীবন যেকোনো দেশের সাংবাদিকের কাছেই আগ্রহের বিষয় বটে। ২০১১ সালে ক্যারোলিনার গর্ভে জন্মেছিল নেইমারের ছেলে দাভি লুকা। তাঁর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ কয়েক বছর ব্রুনা মার্কেজিনের সঙ্গে মন দেওয়া–নেওয়া করেছেন নেইমার।
কিছুদিন আগেই যেমন, ক্রোট–কিউবান বংশোদ্ভূত মডেল নাতালিয়া বারুলিখের সঙ্গে নেইমারের প্রেমের গুঞ্জন উঠেছিল বেশ ভালোভাবেই। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর একাধিক মডেলের পাশাপাশি এই বারুলিখের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল নেইমারের।
মাঝে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘এক্সপ্লিকা’ আবার অন্য খবর জানিয়েছিল। তারা বলেছিল, করোনা মহামারির মধ্যে নেইমারের মনের রাজত্বে ঠাঁই করে নিয়েছিলেন ব্রাজিলের পপ তারকা গাবিলি। আট মাস ধরে গাবিলির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশছেন নেইমার, এমনটাই জানা গিয়েছিল।
ম’হামা’রির শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয় হয় দুজনের। করোনা মহামারির মধ্যেই নেইমার ও গাবিলি দেখা করেছেন বেশ কয়েকবার, খবর বেরিয়েছিল। ‘ভালোবাসার টানে’ প্যারিসে গিয়ে নেইমারের সঙ্গে দেখা করেছেন এই পপ তারকা, এ ছাড়া নেইমারের বাসাতেও থেকেছেন বন্ধুবান্ধব নিয়ে। নিকটতম অতীতে দুজন একসঙ্গে সময় কাটিয়েছেন ব্রাজিলে।
গত ৩১ জুলাই গাবিলি মিউজিক ভিডিও বের করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন নেইমার। এরপর প্যারিসে নেইমারের সঙ্গে নাকি মাসখানেক থেকেছেন এই গায়িকা। দুজনে ছবিও তুলেছিলেন প্রচুর, গাবিলির সামাজিক যোগাযোগমাধ্যমগুলোই তার প্রমাণ।
গাবিলিকে নিজের পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন নেইমার। এদিকে কিছুদিন আগে আর্জেন্টাইন গায়িকা এমিলিয়া মার্নেসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নেইমার, এমন খবরও শোনা গিয়েছিল। কিন্তু পরে এই গুঞ্জন নিজেই উড়িয়ে দিয়েছেন মার্নেস। ইনস্টাগ্রাম লাইভে এসে জানিয়েছিলেন, নেইমারকে শুধু বন্ধুর দৃষ্টিতেই দেখেন!নাস্তিও কী তবে নেইমারকে সে দৃষ্টিতেই দেখছেন? সময়ই বলে দেবে!
- বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ! এক রাতেই বদলে গেল সৌদির ভিসা নীতিমালা
- চরম দু:সংবাদ : সৌদির কালো তালিকায় বাংলাদেশি
- বাজুসের রাতারাতি সিদ্ধান্তে সোনার দাম তলানিতে,জেনেনিন ২২ ক্যারেট সোনার দাম
- বিমানবন্দরে আটকে দেওয়া হলো পার্থর স্ত্রীকে
- জামায়াত ইসলমীর আপিল শুনানি নিয়ে যে আদেশ দিলো আদালত
- ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল পাল্টে দিলো ব্রাজিল
- প্রকাশিত হলো আইপিএলের নতুন সময়সূচি ও ফাইনাল ম্যাচের সময়
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর পাঠালো যে দুই দেশ
- শক্তিশালী ঘূর্ণিঝড় : সর্বশেষ আপডেট
- টাকা ছাপিয়ে বাজেট নয়! চমকে দেওয়া ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা
- আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণায় ভারতের মাথায় হাত
- বড় সুখবর পেঁয়াজের বাজারে
- আবারও পাল্টে গেলো সোনার দাম
- আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজ দুপুরের মধ্যে দেশের ৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা