কাতারের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট চান জামাল

নিয়ে ফিরতে পারবে তাঁর দল।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের থেকে ১২৫ ধাপ এগিয়ে কাতার। তবে তাতে কি? মাঠে নামার আগেই হার মানতে প্রস্তুত নন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। মাঠে নেমে লড়াইটা করতে চান তাঁরা। আর শক্তিশালী দল হিসেবে কাতারকে সমীহ করলেও সেটা মাথা নত পর্যায়ে নিতে চান না অধিনায়ক। তিনি কাতারের মাটিতে তাদের রুখে দিয়ে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চান।
দলের বর্তমান অবস্থা সম্পর্কে অধিনায়ক বলেন, ‘দলের অবস্থা অনেক ভালো এখন। পাঁচ সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করেছি। চারটি ম্যাচ খেলেছি আমরা। তাই ফিটনেস লেভেল এখন খুবই ভালো। সবাই মোটামুটি ফিট আছে।’
কাতারের দুটি ক্লাবের বিপক্ষে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ দল। দুই ম্যাচেই ডিফেন্সের ভুলে গোল হজম করতে হয়েছিল জামালদের। আর সেই ভুল থেকে শিক্ষা নিয়েই কাতারের বিপক্ষে মাঠে নামবে তাঁরা। অধিনায়ক এ সম্পর্কে বলেন, ‘শুধু ডিফেন্ডার কিংবা মিডফিল্ডার না, খেলায় সবাই ভুল করতে পারে। স্ট্রাইকাররাও ভুল করতে পারে। আমাদের এ ম্যাচে ভুলের পরিমাণ কমাতে হবে। না হলে আবারও একই সমস্যা হবে মাঠে। এ ভুলগুলো কিভাবে শোধরানো যায়, তা নিয়ে আমরা অনুশীলনে কাজ করেছি, পরস্পরের সঙ্গে কথা বলেছি।’
শক্তিশালী কাতারের বিপক্ষে বাংলাদেশ ডিফেন্স রক্ষা করে প্রতি আক্রমণ নির্ভর খেলবে। তাতে ফরোয়ার্ড ও মিডফিল্ডারদেরও মাঝেমধ্যে ডিফেন্সেও সাহায্য করতে হবে। এ প্রসঙ্গে জামাল ভূইঁয়া বলেন, ‘মাঠে সবাই একসাথে কাজ করবে। সবাই একসাথে ডিফেন্ড করবে, সবাই একসাথে অ্যাটাক করবে। আমি মনে করি, আমরা একটা টিম। আমরা শুধু ডিফেন্ডার, মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার না। আমরা সবাই মিলেই একসাথে কাজ করবো। আশা করি মাঠে ভালো একটা বাংলাদেশ দল দেখা যাবে।
কাতার থেকে অন্ততপক্ষে একটি পয়েন্ট নিয়েই ফিরতে চান জামাল, আত্মবিশ্বাসের সঙ্গে সেটিই জানালেন তিনি। জামাল বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে অন্তত এক পয়েন্ট পাওয়া। যদিও কাতার অনেক শক্তিশালী দল। ওরা এশিয়া চ্যাম্পিয়ন। এক পয়েন্ট পেলে সেটা আমাদের জন্য দারুণ হবে। সেটা করতে হলে আমাদের ভালো করতে হবে। আশা করছি এক পয়েন্ট পাব, ইনশাআল্লাহ।’
- জামায়াতে ইসলামী ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব
- হঠাৎ ধস নামলো স্বর্ণের দামে, কারণ জানলে চমকে উঠবেন
- তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল, ভিডিও প্রকাশ্যে
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১৩ মে ২০২৫)
- আ:লীগের জন্য সবচেয়ে বড় দু:সংবাদ দিলো নির্বাচন কমিশন
- বাজুসের রাতারাতি সিদ্ধান্তে সোনার দাম তলানিতে,জেনেনিন ২২ ক্যারেট সোনার দাম
- আলোচিত দুই বোন ও ১৫ বছরের ভাগ্নে,কে নিয়ে অবিশ্বাস্য তথ্য দিলো গোয়েন্দা পুলিশ
- আওয়ামী লীগ নিষিদ্ধের পর যে আতঙ্কে বিএনপি
- জামায়াত ইসলমীর আপিল শুনানি নিয়ে যে আদেশ দিলো আদালত
- আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩১৩৮ টাকা
- বিমানবন্দরে আটকে দেওয়া হলো পার্থর স্ত্রীকে
- জামায়াতকে কাজে লাগানো শেষ, এখন পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও
- লঞ্চে দুই তরুণীকে মারধর: অভিযুক্ত জিহাদকে নিয়ে কঠিন সিদ্ধান্ত জানালো আদালত
- জামায়াত-এনসিপি ‘বন্ধুত্বে’ হঠাৎ ফাটল
- যে কারনে ‘আলহামদুলিল্লাহ’ বললেন উপদেষ্টা ড. আসিফ নজরুল