
MD: Maruf Hosen
Senior Reporter
জামায়াতকে কাজে লাগানো শেষ, এখন পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিকভাবে ‘ব্যবহার করে ছুঁড়ে ফেলার’ অভিযোগ তুললেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, “জামায়াতের ব্যবহার শেষ। এখন তাদের পাকিস্তানপন্থী বলে চালিয়ে দেওয়া হচ্ছে।”
সোমবার (১২ মে) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্য ঘিরে নতুন করে সরব হয়েছে জামায়াত-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্ক, রাজনৈতিক জোট এবং ব্যবহারের রাজনীতি।
জামায়াত ছাড়া আন্দোলন সম্ভব ছিল না?রাশেদ খান লিখেছেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে যখন কর্মসূচি চলছিল, তখন জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা একসঙ্গে শাহবাগ ও যমুনার আশেপাশে উপস্থিত ছিল। তাদের উপস্থিতি ছাড়া আন্দোলনের গতি হত না। প্রায় ৬০ শতাংশ অংশগ্রহণকারী ছিল ইসলামি দল ও মাদরাসার ছাত্র।”
তিনি অভিযোগ করেন, “আন্দোলনে শক্ত অবস্থান নেওয়ার পর অনেক এনসিপি নেতা এখন জামায়াতকে অস্বীকার করার চেষ্টা করছেন। অথচ তাদেরই কয়েকজন বর্তমানে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আছেন।”
“যারা জামায়াতকে পাকিস্তানপন্থী বলছে, তারাই একসময় শিবির করত”রাশেদ খান আরও বলেন, “যারা আজ জামায়াতকে পাকিস্তানপন্থী বলছে, তাদের অনেকেই একসময় ছাত্রশিবিরের রাজনীতি করতেন।” তিনি বলেন, “জামায়াত শিবিরের লোকজন এই আন্দোলনে শক্তিশালী ভূমিকা রাখলেও, আন্দোলন সফল হওয়ার পর তাদের দূরে ঠেলে দেওয়া হচ্ছে।”
ভবিষ্যতের জন্য হুঁশিয়ারিতিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি জামায়াত বারবার ব্যবহার হয়ে ধোঁকা খায়, তাহলে তারা আর ভবিষ্যতে কারো ডাকে সাড়া দেবে না। তবে যদি তারা মনে করে, 'একটু ধাক্কা দিলেও পরে ক্ষমা চাইলে চলবে', তাহলে আবার manpower নিয়ে ফিরে আসবে।”
রাজনৈতিক বিশ্লেষণবিশ্লেষকদের মতে, এই মন্তব্য নতুন করে বিরোধী শিবিরে দ্বন্দ্ব ও অবিশ্বাসের ইঙ্গিত দেয়। জামায়াতের রাজনীতি এবং বিরোধীদলগুলোর সুবিধাবাদী ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলে আসছে। এবার গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ এক নেতার মুখেই তার প্রকাশ ঘটল।
- এই ৮টি সিনেমার শুটিংয়ে বাস্তবেই স‘হবা‘স করতে হয়েছে
- সরকারি কর্মকর্তাদের বেতন নিয়ে বড় সুখবর
- বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা
- বাংলাদেশে স্বর্ণ কেনার সঠিক সময়
- এক সিদ্ধান্তে সবাইকে চমকে দিলেন বিসিবি বস বুলবুল
- কোচ হওয়ার প্রস্তাব দিলেন সৌরভ গাঙ্গুলি
- ব্যাপক হারে বেড়েছে জ্বালানি তেলের দাম
- নতুন বাজেটে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীর জন্য দারুণ সুখবর
- চুইংগাম কোন প্রাণীর চর্বি দিয়ে তৈরি হয়, জানলে আর মুখে দেবেন না
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৩ জুন ২০২৫)
- পরিবারের সাথে মানসিক দূরত্ব কমাতে এই ৫টি অভ্যাস রপ্ত করুন
- ভ‘য়া‘বহ বি‘স্ফো‘র‘ণে কেঁপে উঠল কাতার
- আবহাওয়ার পূর্বাভাস: তাপমাত্রা নিয়ে সুসংবাদ দিলো আবহাওয়া অফিস
- নাজমুল হোসেন শান্তর কপাল খারাপ
- বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন - প্রশ্ন শাহজাহান খানের