পগবা : আমি বোকার মতো ভুল করেছি

করা গোলে ১-০ গোলে জিতেছে গানাররা। ২০০৬ সালের সেপ্টেম্বরেও একই ব্যবধানে জিতেছিল সে সময়কার আর্সেনাল। আর ইউনাইটেডের এমন হারের পেছনে সবচেয়ে বড় ভুলটা করেছিলেন পল পগবা।
খেলার তখন ৬৮ মিনিট চলছে, আর্সেনাল ডিফেন্ডার হেক্টর বেয়ারিনকে কান্ডজ্ঞানহীন এক ফাউল করে আর্সেনালকে পেনাল্টি উপহার দিয়েছিলেন পল পগবা। ডি বক্সের ভেতরে বেয়ারিনের গোড়ালিতে ফাউল করেন পল পগবা, আর তাতেই পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি রেফারি ডিন। ম্যাচ শেষে পগবা নিজের সাফাই গাননি, উল্টো নিজের সমালোচনা করে বলেছেন, তিনি বোকার মতো ভুল করেছি।
পগবা বলেন, 'আমার মনে হয় আমি একটু হাফিয়ে উঠেছিলাম আর তাতেই আমি বোকার মতো ভুল করে ফেলেছি। আমার মনে হয়েছে আমি তাকে (বেয়ারিন) হালকা স্পর্শ করেছি, এবং আমার মনে ছিল যে আমি ডি বক্সের ভেতরে। আমার এটা করা একদমই উচিত হয়নি। আমি রক্ষণে সেরা নই কিন্তু এমন ভুল থেকে আমি শিখতে পারি।
ম্যাচ শেষে রেড ডেভিল কোচ ওলে গানার সোলশায়ার অবশ্য পগবার ওপর দোষ চাপাননি তবে তিনি পগবার কাছ থেকে আরও ভালো কিছু আশা করেন বলেই জানান। 'সে (পগবা) জানে যে তার তখন কি করা উচিত ছিল।'
এদিকে এই ম্যাচটি রেড ডেভিলদের কোচ হিসেবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল সোলশারের শততম ম্যাচ। আর এই ম্যাচেই পগবার একটি ভুলের কারণে অন্ততপক্ষে ড্রটাও হাতছাড়া হলো সোলশায়ারের। সোলশায়ারের অধীনে এই নিয়ে তৃতীয় বারের মতো প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়েছেন পগবা। রেড ডেভিলদের আর কোনো খেলোয়াড়ই একটার বেশি পেনাল্টি দেননি।
- "লঞ্চে দুই তরুণীকে পেটানো সেই যুবক থানায় হাজির হয়ে যা বলল, শুনে চমকে গেল সবাই"
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর, যে প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয়
- মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর
- দেশজুড়ে ছড়িয়ে পড়ছে নতুন ভাইরাস, কিডনি পর্যন্ত নষ্ট হতে পারে
- আ:লীগ নিষিদ্ধ হওয়ায় যা বললেন : জামায়াত আমির
- রেশমা উদ্ধারের নাটক কেন সাজানো হয়েছিলো
- সৌদির নতুন নির্দেশনা
- সৌদি প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট (১০ মে ২০২৫)
- নতুন দু:সংবাদ জানালো আবহাওয়া অফিস
- সৌদিতে প্রবাসীসহ শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর
- আজ সন্ধ্যার আগেই ঝড় হতে পারে যে ৬ জেলায়
- যা কেউ ভাবেনি, সেটাই করলেন তামিম ইকবাল
- বর্তমানে বাংলাদেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- চলছে উপদেষ্টাদের বৈঠক; ওদিকে আ. লীগ নিষিদ্ধে অনড় ফ্যাসিবাদবিরোধীরা
- শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত বিরাট কোহলির