আজ রাতে ৩২ দলের ভাগ্য নির্ধারণ হবে

আজ রাতে নির্ধারিত হবে কোন দল গ্রুপ পর্বে কার মুখোমুখি হবে। সূচি অনুযায়ী আগামী ২০ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগের ২০২০-২১ মৌসুম শুরু হবে। গ্রুপপর্বের খেলা শেষ হওয়ার পর ফেব্রুয়ারিতে শুরু হবে নকআউট পর্ব। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ মে। ফাইনালের ভেন্যু তুরস্কের রাজধানী ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়াম।
ড্রয়ের জন্য চারটি পটে ৩২টি দলের নাম রাখা হয়েছে। শীর্ষ বাছাই হিসেবে এক নম্বর পটে জায়গা পেয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ী বায়ার্ন মিউনিখ। তাদের সঙ্গী ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সেভিয়া এবং ছয়টি লিগের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ, প্যারিস সেইন্ট জার্মেইম, লিভারপুল, জুভেন্টাস ও সেইন্ট জেনিত পিটার্সবুর্গ।
বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়ায় আলাদা করে এই স্লটের দরকার হয়নি বায়ার্নের। ফলে দলটির জায়গায় উন্নীত হয়েছে পর্তুগালের চ্যাম্পিয়ন এফসি পোর্তো। উয়েফার পাঁচ বছরের কোইফিশিয়েন্ট পারফরম্যান্সের ভিত্তিতে র্যাংকিং মেনে বাকি তিনটি পটের জায়গা নির্ধারিত হয়েছে।
আজকের ড্র থেকে আটটি গ্রুপে চারটি করে দল নির্ধারণ করা হবে। নিয়মানুযায়ী এক দেশের দুটি ক্লাব একই গ্রুপে জায়গা পাবে না। এছাড়া রাজনৈতিক কারণে রাশিয়া ও ইউক্রেনের ক্লাবগুলোকেও আলাদা গ্রুপে রাখা হবে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি দল পাবে নকআউটের টিকিট। অন্যদিকে তিন নম্বর দলটি বিদায় নিয়ে ইউরোপা লিগের ৩২ দলের পর্বে খেলবে।
ইউরোপিয়ান ফুটবলের সদর দপ্তরে বাংলাদেশ সময় রাত ১০টায় গ্রুপ নির্ধারণ হবে। এছাড়া আজ রাতে লেক জেনেভার সৈকত পাড়ে উয়েফার বর্ষসেরা খেলোয়াড় ও কোচের নাম ঘোষণা করা হবে। এবারে বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আছেন শিরোপাজয়ী বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ও স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি এবং ম্যানসিটির কেভিন ডি ব্রুইন।
ড্রতে কোন পটে কারা: পট ১: বায়ার্ন মিউনিখ, সেভিয়া, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, জুভেন্টাস, পিএসজি, সেইন্ট জেনিত পিটার্সবুর্গ, এফসি পোর্তো। পট ২: বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, বরুশিয়া ডর্টমুন্ড, অ্যাথলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, চেলসি, আয়াক্স।
পট ৩: ইন্টার মিলান, ডায়নামো কিয়েভ, অলিম্পিয়াকোস, লাৎসিও, ক্রাসনোদার, এফসি সলজবুর্গ, আরবি লাইপজিগ, আতালান্তা। পট ৪: মার্শেই, লোকোমোতিভ মস্কো, ক্লাব ব্রুগ, ইস্তানবুল বাসাকসেহির, এফসি মিডজিল্যান্ড, স্টাতে রেনেস, বরুশিয়া মনশেনগ্লাদবাখ, ফেরেঙ্কভারোস।
- মারা গেলেন হাসনাত আবদুল্লাহ, জানা গেলো খবরের আসল সত্যতা
- ১৯ বছর পর আবারও ইতিহাসের লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ
- খালেদা জিয়াকে নিয়ে যা বললেন সারজিস আলম
- এইমাত্র ভিসা নিয়ে যে ঘোষণা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
- আচমকা পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, নিজের জবাব দিলেন ট্রাম্প
- সাকিব-শিশিরের বিবাহ বিচ্ছেদ, অবশেষে জানা গেলো আসল সত্য
- বাংলাদেশ-আমিরাত প্রথম টি-টোয়েন্টি: নতুন সিরিজে মাঠে নামছে টাইগাররা
- কতটা নিচে নামবে শান্ত-মিরাজরা : রয়েছে লাইফ সাপোর্টে
- হঠাৎ পতন জ্বালানি তেলের বাজারে
- হতবাক ক্রিকেটবিশ্ব : 0 রানে ১০ উইকেট, ১০টিই বোল্ড
- জাতীয় দল নয়, আইপিএলকেই বেছে নিলেন হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজ দলে চমক
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৬ মে ২০২৫)
- আচমকা পাকিস্তানে ভারতের ক্ষে,প,ণা,স্ত্র হা ম লা , সবশেষ যা জানা গেল
- শতাধিক নেতাকর্মীসহ অন্য দলে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি
- হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা