| ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আজ থেকে চালু হচ্ছে সৌদির আন্তর্জাতিক ফ্লাইট

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ সেপ্টেম্বর ১৫ ১৮:৩২:৩৮
আজ থেকে চালু হচ্ছে সৌদির আন্তর্জাতিক ফ্লাইট

সারাবিশ্বের কোভিড-১৯ মহামারীর কারণে আন্তর্জাতিক রুটে টানা ৬ মাস বিধিনিষেধ থাকার পর এমন সিদ্ধান্ত নিল সৌদি আরব।

দেশটির সরকারি সংবাদ সংস্থায় প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের নাগরিক ও সৌদি আরবে আবাসনের অনুমতি বা ভিসা আছে— এমন নাগরিকেরা কাল (মঙ্গলবার) থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

এছাড়া সৌদি আরবের সরকারি কর্মী বা সেনাসদস্য, দূতাবাসের কর্মী, শিক্ষার্থী ও চিকিৎসার জন্য আসা মানুষও সৌদিতে প্র’বেশ করতে ও বাইরে যেতে পারবেন।

গত ১৩ সেপ্টেম্বর রবিবার সৌদি আরবের স্ব’রা’ষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, সৌদি নাগরিকদের জন্য আকাশ, স্থল ও জলপথে ভ্রমণের সব ধরনের বি’ধিনিষেধ ২০২০ সালের জানুয়ারি মাসের ১ তারিখের পর থেকে তুলে নেয়া হবে। আর আগামী ডিসেম্বর মাসে এ ব্যাপারে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

এদিকে একই বিবৃতিতে ওমরাহ পালনের জন্য অ’নুমতির বিষয়ে পরে ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চে ওমরাহ স্থগিত করে সৌদি আরব। জুলাই মাসের শেষ দিকে সীমিত আকারে হজ পালন করা হয়।

উপসাগরীয় এই দেশটি গত মার্চে আন্তর্জাতিক সব ফ্লাইট স্থগিত করে। এতে অনেক নাগরিক বিদেশে আটকে পড়েন। সৌদি আরবে এ পর্যন্ত ৩ লাখ ২৫ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ২০০ জনের বেশি।

ফুটবল

নতুন চুক্তিতে ১০ গুণ বেশি বেতন পাবেন ইয়ামাল

নতুন চুক্তিতে ১০ গুণ বেশি বেতন পাবেন ইয়ামাল

একটা সময় বার্সেলোনার জার্সিতে আলো ছড়িয়েছেন রোনালদিনিয়ো। এরপর লম্বা সময় ধরে জাদু দেখিয়েছেন লিওনেল মেসি। ...

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রশ্নে পেলে ও ম্যারাডোনাকে নিয়ে বিতর্ক চলেছে দীর্ঘকাল। স্বাভাবিকভাবেই এই বিতর্ক অমীমাংসিত থেকে ...



রে