১২১ বাংলাদেশি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে সম্প্রতি চালানো এক সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে ১২১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের দাবি করেছে দিল্লি পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং অন্তত তিন বছর ধরে দিল্লির বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
শুক্রবার, ২৩ মে, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে এই অভিযানের বিস্তারিত তথ্য। পুলিশ জানায়, আলিপুর, বাওয়ানা, নারেলা, স্বরূপনগর এবং শাহবাদ ডেয়ারি—এই পাঁচটি এলাকায় বিশেষ তদন্তকারী দল (SIT) অভিযান চালায়। সেখানে মোট ৮৩১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ১২১ জনকে অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
এই অভিযানে শুধু বাংলাদেশিরাই নয়, পাঁচজন ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা বাংলাদেশিদের আশ্রয়, চাকরি ও জাল পরিচয়পত্র পেতে সহায়তা করেছিলেন। পুলিশের মতে, এই কর্মকাণ্ড একটি সুনির্দিষ্ট সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার মূলহোতাদের খুঁজে পেতে অভিযান আরও জোরদার করা হয়েছে।
ধারা অনুযায়ী মামলা ও ফেরত পাঠানোর প্রক্রিয়া:গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬(২), ৩৪০(২) ও ৬১(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সবাইকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
দিল্লি পুলিশ ধারণা করছে, সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশকারীরা যাতে নির্বিঘ্নে বসবাস ও কাজ করতে পারেন, সে জন্য একটি সংঘবদ্ধ দালালচক্র সক্রিয় রয়েছে। এই চক্রের জাল ভাঙতে এবং ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
- স্কুলে ছুটি : আসছে নতুন ঘোষণা
- চরম দু:সংবাদ : বন্ধ হলো ভিসা
- হতবাক ক্রিকেট বিশ্ব : এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড
- না খেলেই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ
- চরম দু:সংবাদ : শাহজালাল বিমানবন্দরের বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
- নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, ঘোষণা হবে বিকেল ৩টায়
- ঘরে ঘরে জ্বর নিয়ে দু:শ্চিন্তা :ডেঙ্গু না টাইফয়েড, বাঁচতে করণীয় কী জানুন এখনই
- আজকের সৌদি রিয়ালের রেট কত, জেনিন কোথায় মিলছে সর্বোচ্চ দাম
- রাজধানীতে ভয়াবহ আগুন : আতঙ্কে ব্যবসায়ী ও পথচারীরা
- ওমানে একটি ভুলে শেষ তিন প্রবাসীর জীবন! পুলিশের হস্তক্ষেপে চাঞ্চল্য
- বিমানের মধ্যেই সহযাত্রীকে থাপ্পড়, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- ব্যর্থ বিসিবি, এশিয়া কাপে বড় সুযোগ হারাল বাংলাদেশ
- বিদেশে ১০০ নয়, ৫০০ ডলার নেন, কিন্তু দেশের ২% উপকার হয় তো নেন" তামিমের খোলামেলা মন্তব্য
- আমিরাত,ও ভারতসহ ৪০ দেশের নাগরিকের জন্য ভিসা ফি মওকুফ