| ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

করোনায় সর্বচ্চো আক্রান্তের রেকর্ড ভারতে

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ সেপ্টেম্বর ১১ ১৪:২৪:০১
করোনায় সর্বচ্চো আক্রান্তের রেকর্ড ভারতে

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬ হাজার ৫৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এটাই এক দিনে সর্বোচ্চ। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জন। বিশ্বে এটি দ্বিতীয়।

গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। যা গড়ে প্রতিঘণ্টায় ৫০ জনেরও বেশি। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৬ হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে। মৃতের হার ১.৬৭ শতাংশ।

দেশটিতে এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৯ লাখ ৪৩ হাজার ৪৮০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৫ লাখ ৬২ হাজার ৪১৫ জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০ হাজার ৮৮০ জন। এখনও পর্যন্ত দেশটিতে সুস্থতার হার ৭৭.৬৫%।

শেষ ২৪ ঘণ্টায় ভারতে ১১ লাখ ৬৩ হাজর ৫৪২ জনের কোভিড-নাইনটিন পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটিতে দৈনিক আক্রান্ত বৃদ্ধিতে এগিয়ে তিনটি রাজ্য- মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ২৩ হাজার, অন্ধ্রপ্রদেশে ১০ হাজার ও কর্নাটকে ৯ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ১৩ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ১৩ হাজার ৯০৮ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ৬৬৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৯০ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯৬ হাজার ৩২৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৫ লাখ ৮৮ হাজার ১৬৩ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

ফুটবল

নতুন চুক্তিতে ১০ গুণ বেশি বেতন পাবেন ইয়ামাল

নতুন চুক্তিতে ১০ গুণ বেশি বেতন পাবেন ইয়ামাল

একটা সময় বার্সেলোনার জার্সিতে আলো ছড়িয়েছেন রোনালদিনিয়ো। এরপর লম্বা সময় ধরে জাদু দেখিয়েছেন লিওনেল মেসি। ...

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রশ্নে পেলে ও ম্যারাডোনাকে নিয়ে বিতর্ক চলেছে দীর্ঘকাল। স্বাভাবিকভাবেই এই বিতর্ক অমীমাংসিত থেকে ...



রে