| ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

কপাল খুলে গেলো মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ সেপ্টেম্বর ১০ ২১:৪৯:০৭
কপাল খুলে গেলো মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার এমনই তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার একজন সিনিয়র মন্ত্রী মালয়েশিয়ার সুরক্ষা ও প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানিয়েছেন, অভিবাসন বিভাগের অনুমতি নিয়ে প্রবাসী ও পেশাদার পাসকার্ডধারীরা মালয়েশিয়ায় ঢুকতে পারবে।

গত ৭ সেপ্টেম্বর আরোপ করা ওই বিধিনিষেধ শিথিল করার বিষয়ে মালয়েশিয়ার মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, প্রবাসী ও পেশাদার ভিজিট পাসকার্ডধারীরা মালয়েশিয়ায় প্রবেশের আগে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে।

এছাড়া প্রবাসীদের আবেদনের সঙ্গে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিস বা সংশ্লিষ্ট সংস্থার একটি সাপোর্ট লেটারও থাকতে হবে।

মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি মালয়েশিয়ার নাগরিকদের বিদেশি দম্পতিদের প্রবেশেও বাধা নেই। তবে এটি হবে ‘ওয়ান-ওয়ে জার্নি। অর্থাৎ সেখানে গিয়ে তাদের থেকে যেতে হবে।

এছাড়া আক্রান্ত দেশগুলোর পাস-হোল্ডারধারী শিক্ষার্থীরাও দেশটিতে যেতে পারবে। তবে নতুন কোনও শিক্ষার্থী পরবর্তী ঘোষণার আগে আবেদন করতে পারবে না বলে জানিয়েছেন ইয়াকুব। যেসব ক্যাটাগরির কথা বলা হয়েছে সব ক্ষেত্রে অবশ্যই ইমিগ্রেশনের অনুমোদন লাগবে বলেও জানান তিনি।

বাংলাদেশসহ যেসকল দেশের সক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল করা হয়েছে, সেগুলো হলো- যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, পেরু, স্পেন, আর্জেন্টিনা, চিলি, ইরান, ব্রিটেন, সৌদি আরব, পাকিস্তান, ফ্রান্স, তুরস্ক, ইতালি, জার্মানি, ইরাক, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন।

ফুটবল

নতুন চুক্তিতে ১০ গুণ বেশি বেতন পাবেন ইয়ামাল

নতুন চুক্তিতে ১০ গুণ বেশি বেতন পাবেন ইয়ামাল

একটা সময় বার্সেলোনার জার্সিতে আলো ছড়িয়েছেন রোনালদিনিয়ো। এরপর লম্বা সময় ধরে জাদু দেখিয়েছেন লিওনেল মেসি। ...

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রশ্নে পেলে ও ম্যারাডোনাকে নিয়ে বিতর্ক চলেছে দীর্ঘকাল। স্বাভাবিকভাবেই এই বিতর্ক অমীমাংসিত থেকে ...



রে