| ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

পুলিশ বিশ্বাস করছে না ‘বহুরূপী’ লোপার কথা

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ সেপ্টেম্বর ১০ ১৭:৩৭:০০
পুলিশ বিশ্বাস করছে না ‘বহুরূপী’ লোপার কথা

ঢাবির টিএসসি এলাকা থেকে গত ১ সেপ্টেম্বর নিখোঁজ হন জিনিয়া। এক সপ্তাহ পর গত সোমবার রাতে নারায়ণগঞ্জের পঞ্চবটির একটি বাসা থেকে জিনিয়াকে উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় লোপা তালুকদারকে।

সে সময় লোপা গোয়েন্দা পুলিশের রমনা ডিভিশনের সহকারী উপকমিশনার (এডিসি) মিশু বিশ্বাসকে বলেছিলেন, ‘মানবিক কারণে আমি জিনিয়াকে নিয়ে এসেছি। আমি জিনিয়াকে লালন-পালন করতে চাই।’ তবে তদন্ত সংশ্লিষ্টরা বলছে, লোপা তালুকদার ‌‘বহুরূপী’। পরিস্থিতি বিবেচনায় নিয়ে একেক সময় একেক কথা বলছেন।

এডিসি মিশু বিশ্বাস আজ বৃহস্পতিবার দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা লোপার অতীত ইতিহাস ঘেঁটে দেখেছি। তাঁর অতীত ভালো না। তাঁর বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড রয়েছে। একবার তাঁকে ট্রিপল মার্ডার কেসে আসামি করা হয়েছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগও ছিল। আমার কাছে মনে হয়েছে, লোপা বহুরূপী। তাঁর আচরণও সেকথা বলে।’

এ ঘটনার তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গত মঙ্গলবার জিনিয়া আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। সেখানে জিনিয়া বলেছে, তাকে ফুসকা খাইয়ে টাকা-পয়সার প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় জিনিয়া মাকে খুঁজলেও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এ ব্যাপারে লোপা মিথ্যা তথ্য দিচ্ছেন।’

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ‘অপহরণের’ ব্যাপারে জিনিয়া আর লোপার তথ্যের গড়মিল রয়েছে। সেজন্য আমাদের ধারণা, জিনিয়াকে নারায়ণগঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়ার ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। আমরা এখন সেই ভিন্ন তথ্যের খোঁজে আছি। তবে লোপাও বেশ ধুরন্ধর প্রকৃতির লোক। জিজ্ঞাসাবাদেও তিনি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন।

পুলিশ আরো জানিয়েছে, যখন লোপাকে আটক করা হয় তখন তিনি নিজেকে ক্রাইম রিপোর্টার হিসেবে পরিচয় দেন। নিজের রাজনৈতিক পরিচয়ও দেন।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার মাহবুব আলম এনটিভি অনলাইনকে বলেন, আমরা লোপা তালুকদারকে নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করছি। জিনিয়াকে নিয়ে যাওয়ার সঙ্গে অপহরণের কোনো যোগসূত্র আছে কি না, তা আমরা খোঁজার চেষ্টা করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সক্রিয় রয়েছেন লোপা তালুকদার। সেখানে তিনি নিজেকে অগ্নি টিভির ব্যবস্থাপনা পরিচালক ও শেরশাহ টিভির পরিচালক বলে উল্লেখ করেছেন। এ ছাড়া মোহনা টিভি, মাই টিভিসহ কয়েকটি গণমাধ্যমের জ্যেষ্ঠ অপরাধবিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করার কথা বলেছেন।

লোপা দাবি করেছেন, তিনি বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য। বাংলাদেশ আওয়ামী পেশাজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

লোপা তালুকদারের ফেসবুক প্রোফাইলে দেখা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সাইক্লোন প্রস্তুতি প্রোগ্রাম (সিপিপি) পুরস্কার-২০১৯ গ্রহণ করছেন। সরকারি দলের নেতা, সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গেও লোপার ছবি রয়েছে তায়র নিজস্ব ফেসবুক পেজে।

ক্রিকেট

ধাক্কা খেলো আইপিএল! প্রতিদিন ১০০ কোটি টাকার ক্ষতি, মাথায় হাত বিসিসিআই-এর

ধাক্কা খেলো আইপিএল! প্রতিদিন ১০০ কোটি টাকার ক্ষতি, মাথায় হাত বিসিসিআই-এর

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক : ভারত-পাকিস্তান চলমান উত্তেজনা শুধু সীমান্তে নয়, এর বড় প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ...

টি–টোয়েন্টিতে নতুন ইতিহাস

টি–টোয়েন্টিতে নতুন ইতিহাস

নিজস্ব প্রতিবেদক: নারী ক্রিকেটে ঘটল নজিরবিহীন এক ঘটনা। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের ম্যাচে ...

ফুটবল

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে