ডিবির একটা প্রশ্ন শুনেই ‘চুপ’ হয়ে যান ডা. সাবরিনা

মিন্টো রোডের ডিবি অফিসে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় ডা. সাবরিনা তার স্বামী আরিফকে দেখে উত্তেজিত হয়ে পড়েন। আরিফকে উদ্দেশ করে বলেন, তোর জন্যই আজ আমার এই অবস্থা। তুই আমাকে শেষ করে দিয়েছিস। সবকিছু করে এখন আমাকে ফাঁসিয়েছিস। আরিফও পাল্টা জবাবে বলেন, সব দোষ কি আমার? তুমি তো এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলে। তুমিও জানতে সবকিছু।
এদিকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে ডা. সাবরিনা বিভিন্ন প্রশ্নের জবাবে নিজেকে নির্দোষ বলার চেষ্টা করেন। কিন্তু জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তা তার মোবাইল ফোনের মেসেজ দেখালে তিনি দাবি করেন, স্বামী আরিফ চৌধুরী তাকে এসব মেসেজ পাঠাতে বাধ্য করেছিলেন। জেকেজির চেয়ারম্যান কিনা এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে বিষয়টি অস্বীকার করেন। অবশ্য ঘটনা আলোচনায় আসার শুরু থেকেই জেকেজির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।
এ পর্যায়ে সাবরিনার মেসেজ পাঠানো এবং জেকেজি থেকে চেয়ারম্যান হিসেবে বেতন নেয়ার প্রমাণ দেখান তদন্তকর্মকর্তা। এরপর তাকে জিজ্ঞাসা করা হয়, ‘সরকারি চাকরিতে থাকা অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির চেয়ারম্যান হয়ে সরকারি কর্মচারী বিধিমালা ভঙ্গ করেছেন আপনি’। ডিবির এই প্রশ্নে ডা. সাবরিনা আরিফ চৌধুরী একেবারে চুপ হয়ে যান বলে গণমাধ্যমকে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন গণমাধ্যমকে বলেন, আরিফ ও সাবরিনাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাঁরা দুজনই করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার মাধ্যমে প্রতারণার কথা স্বীকার করেছেন।
আরিফ-সাবরিনাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেছিলেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার গোলাম মোস্তফা রাসেল। তিনি গণমাধ্যমকে বলেন, ‘তাদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদে এমন অনেক তথ্য পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিছু ক্লু নিয়ে কাজ করছি আমরা।’
- ওমানে কার্যকর হলো নতুন আইন
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর
- এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- টি-টোয়েন্টি ইতিহাসে এমন ব্যাটিং ইনিংস আগে দেখা যায়নি
- হঠাৎ ভিসা বন্ধের ঘোষণা, বিপাকে হাজারো আবেদনকারী
- আজকের সকল দেশের টাকার রেট (৮ মে ২০২৫)
- বাংলাদেশকে অনেক বড় সুখবর দিলো সৌদি আরব
- আজকের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- হত্যা মামলার আসামি হয়েও বিদেশ যাত্রা আলোচনায় সাবেক রাষ্ট্রপতি
- ভারতের ড্রোন হামলায় কাঁপছে স্টেডিয়াম, অনিশ্চিত পিএসএল ম্যাচ
- পাক-ভারত যুদ্ধ নিয়ে মালালার মানবিক বার্তা
- আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
- ইংল্যান্ডে চলে গেলেন সাব্বির রহমান
- আজকের সৌদি রিয়াল রেট (৯ মে ২০২৫)
- হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান