| ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ট্রেনের ভাড়া নিয়ে পাওয়া গেলো নতুন খবর

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ মে ৩০ ১৬:২৭:২১
ট্রেনের ভাড়া নিয়ে পাওয়া গেলো নতুন খবর

আপাতত ঢাকা থেকে ৮ জোড়া আন্তনগর ট্রেন চলবে। ট্রেনগুলোর মোট সিটের ৫০ টিকিট বিক্রি হবে, আর তার পুরোটাই অনলাইনে বিক্রি হবে। শ‌নিবার রেলভব‌নের স‌ম্মেলন কক্ষে ট্রেন চালুর বিষ‌য়ে ব্রিফিংকালে রেলপথ মন্ত্রী এসব কথা বলেন।

রেলপথ মন্ত্রী জানান, বর্তমানে করোনাভাইরাস এর কারণে সরকারের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ রেলওয়ে সকল যাত্রীবাহী ট্রেন বন্ধ রয়েছে। সাধারণ ছুটি প্রত্যাহারের পর সরকার যাত্রীবাহী ট্রেন পরিচালনার নির্দেশনা প্রদান করে। সে ক্ষেত্রে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ট্রেন গুলির মধ্যে সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, কাকলি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস ঢাকা-চট্টগ্রাম, ঢাকা চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা- লালমনিরহাট, ঢাকা-খুলনা রুটে চলাচল করবে।

এছাড়াও বেনাপোল এক্সপ্রেস, রুপসা এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস নামের ট্রেনগুলো চালু থাকবে।

মন্ত্রী এ সময় বলেন, জরুরী প্রয়োজন নাহলে ট্রেন ভ্রমণ করা থেকে বিরত থাকুন। প্রত্যেক যাত্রী নিজেকে সুরক্ষায় চেষ্টা করবেন। সামাজিক দূরত্ব বজায় রেখে সকল ট্রেনের টিকেট অনলাইনে সংগ্রহ করবেন। যাত্রী সাধারণকে অবশ্যই মাক্স পরিহিত অবস্থায় ট্রেনে প্রবেশ করতে হবে। ট্রেনে যাত্রীদের নির্দিষ্ট আসনে অবস্থান করতে হবে। ট্রেনে আহরণ ও অবতরণের জন্য নির্দিষ্ট দরজা ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে ট্রেনের খাবার সরবরাহ বন্ধ থাকবে। যাত্রার তারিখসহ পাঁচদিন পূর্ব হতে টিকেট ক্রয় করা যাবে। যাত্রীদের প্রয়োজনীয় খাদ্য ও পানীয় সঙ্গে নিতে হবে, তাপমাত্রা পরিমাপের সুবিধার্থে যাত্রীদের ট্রেন ছাড়ার কমপক্ষে ৬০ মিনিট পূর্বে স্টেশনে পৌঁছতে হবে। ট্রেনের ভেতরে কোন চাদর-কম্বল সরবরাহ করা হবে না। যাত্রীদের তাদের নিজস্ব চাদর-কম্বল বহন করার পরামর্শ দিয়েছেন মন্ত্রী।

কোন ভাবেই টিকেট ছাড়া প্লাটফর্মে প্রবেশ করা যাবেনা। দর্শনার্থীরা বা প্লাটফর্ম টিকিট বিক্রয় বন্ধ থাকবে। মাসিক অথবা স্বল্প দূরত্বের যেমন, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর আসার টিকিট বিক্রয় বন্ধ থাকবে।

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে