| ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

করোনা ভাইরাস নিয়ে রাজধানী বাসীর জন্য কিছুটা হলেও সুখবর

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ মে ০৯ ২২:১৩:০২
করোনা ভাইরাস নিয়ে রাজধানী বাসীর জন্য কিছুটা হলেও সুখবর

আজ শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে গতকাল শুক্রবার সারাদেশে মোট আক্রান্তের ৫৮ দশমিক ২৮ ভাগ রাজধানীতে, গত বৃহস্পতিবার ৫৮ দশমিক ৭০ ভাগ, বুধবার ৫৮ দশমিক ৬৫ ভাগ, মঙ্গলবার ৫৮ দশমিক ৫৫ ভাগ, সোমবার ৫৭ দশমিক ৩৬ ভাগ ছিলো। সেই হিসাবে রাজধানীতে ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা কমছে।

এদিকে আজ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ মোট পাঁচ হাজার ৪৬৫ জনের পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছিল পাঁচ হাজার ২৪৭ জনের। এর মধ্য থেকে ৬৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ পর্যন্ত দুই হাজার ৪১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। গত ২৪ ঘণ্টায় ৩৫টি ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরে গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে ১৩ হাজার ৭৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট এক লাখ ছয় হাজার ৮৬৬ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ শনিবার বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭৬ হাজারের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৪০ লাখ ২৬ হাজার ৮৪৬ জন। তাদের মধ্যে বর্তমানে ২৩ লাখ ৫৭ হাজার ৩০৯ জন চিকিৎসাধীন এবং ৪৮ হাজার ৫০১ জন (দুই শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৩ লাখ ৯৩ হাজার ১৬০ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ৭৬ হাজার ৩৭৭ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ফুটবল

দিনের শুরুতেই দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়সুচি

দিনের শুরুতেই দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়সুচি

আজ শনিবার, ৩ মে ২০২৫—ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য টিভি এবং অনলাইনে খেলার দারুণ এক দিন। ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে