| ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

এখনও বেতন হয়নি যতটি পোশাক কারখানায়

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ এপ্রিল ১৯ ১৭:১৫:৩৯
এখনও বেতন হয়নি যতটি পোশাক কারখানায়

বিজিএমইএ জানিয়েছে, তাদের সদস্যভুক্ত ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে মার্চ মাসের বেতন হয়েছে ২ হাজার ৯৩টিতে। শতাংশিক হিসেবে বেতন হয়েছে ৯২ দশমিক শূন্য ৪ শতাংশ কারখানায়। আর এখনও বেতন হয়নি ১৮১টি কারখানায়, যা মোট কারখানার ৭ দশমিক ৯৬ শতাংশ। মোট ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ জন শ্রমিকের মধ্যে বেতন হয়েছে ২৩ লাখ ৬০ হাজার শ্রমিকের, যা মোট শ্রমিকের ৯৫ দশমিক ৪৫ শতাংশ।

তবে নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বিজিএমইএ সভাপতি রুবানা হক জানান, ২০ এপ্রিলের মধ্যেই বেশিরভাগ কারখানায় বেতন পরিশোধ হবে। কিছু কিছু ক্ষেত্রে সময় আরও বেশি লাগতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে নিটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ এখনও তাদের সর্বেশষ তথ্য জানায়নি। তবে গেল সপ্তাহ সংগঠনটি জানিয়েছিল তাদের ৭০ শতাংশ কারখানায় বেতন হয়েছে।

এছাড়া নির্দিষ্ট সময়ে ৩৭০টি কারখানার মালিকরা শ্রমিকদের বেতন পরিশোধ করেনি বলে জানিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল পোশাক মালিকরা। নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ করতে হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধ না করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

ফুটবল

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

চলতি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির দুঃস্বপ্নের পরিণতি ঘটল বৃহস্পতিবার সকালে। দুই লেগ মিলিয়ে ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে