| ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

করোনা সন্দেহ শুনেই হাসপাতাল থেকে পালালেন নারী

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ মার্চ ১০ ১৯:৩২:২০
করোনা সন্দেহ শুনেই হাসপাতাল থেকে পালালেন নারী

জানা গেছে, তার খোঁজ পাওয়ার পরপরই চিকিৎসা নেওয়ার জন্য সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়েছে। যদি তিনি না আসেন তাকে পুলিশের সহযোগিতায় আনা হবে। এরপর পরীক্ষা নিরীক্ষা করা হবে। পরীক্ষায় তার রক্তে কোন ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে কোয়ারেন্টাইনে রাখা হবে।

স্থানীয়রা জানায়, সকালে জ্বর নিয়ে নগরীর দক্ষিণ সুরমা নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে যান মোগলাবাজার থানার ইসলামপুর গ্রামের ষাটোর্ধ এক নারী। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার রোগের বিস্তারিত শুনে ‘করোনাভাইরাস’ সন্দেহ করেন। একই সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এ সময় চিকিৎসকরা ওই রোগীকে প্রয়োজনীয় কিছু পরীক্ষাও লিখে দেন। পরীক্ষা করানোর কথা বলে হাসপাতাল থেকে তিনি উধাও হয়ে যান। ওই নারীর খোঁজ না পেয়ে সিলেটের সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করেন হাসপাতালের চিকিৎসকরা।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল সমকালকে বলেন, সৌদিফেরত এই নারী সপ্তাহখানেক আগে দেশে আসেন। দেশে আসার পর তার জ্বর হলে তিনি হাসপাতালে যান। এসময় তার কাছ থেকে রোগের বিস্তরিত তথ্য শুনে প্রবাসী হওয়ায় ‘করোনাভাইরাস’ আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হতে বলেন চিকিৎসকরা। এরপরই হাসপাতাল থেকে ওই নারী পালিয়ে যান। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করলেও কোন সাড়া দেয়নি বলে তিনি জানান।

তিনি বলেন, পরে আমরা ওই নারীর সঙ্গে কথা বলেছি। তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা হয়েছে। তাকে পরামর্শ দেওয়া হয়েছে তার সকল পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য। পরীক্ষা নিরীক্ষার পর তার যদি করোনা শনাক্ত হয় তাকে বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হবে। যদি তারা পরামর্শ না শুনেন তাহলে পুলিশি সহায়তায় তাকে নিয়ে আসা হবে।

প্রসঙ্গত, গত ৪ মার্চ এক দুবাই প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সেই পরীক্ষার রিপোর্টে তার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব না পাওয়ায় তাকে বাড়িতে গিয়ে শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নেওয়ার জন্য বলা হয়।

ফুটবল

দিনের শুরুতেই দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়সুচি

দিনের শুরুতেই দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়সুচি

আজ শনিবার, ৩ মে ২০২৫—ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য টিভি এবং অনলাইনে খেলার দারুণ এক দিন। ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে