| ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

এবার সৌদিতে ধ'র্ষণের শিকার বাংলাদেশি কিশোরী

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ জানুয়ারি ১৫ ২৩:০৩:১৮
এবার সৌদিতে ধ'র্ষণের শিকার বাংলাদেশি কিশোরী

ভুক্তভোগীর পরিবার জানায়, পাসপোর্টে ২৫ বছর বয়স দেখিয়ে ১২ বছর বয়সী ওই কিশোরীকে সৌদি আরব পাঠানো হয়। সাদ্দাম নামে এক দালালের মাধ্যমে জেনিয়া ওভারসিজ (লাইসেন্স নম্বর-১২২০) নামের একটি প্রতিষ্ঠান থেকে ভিসা নিয়ে সৌদিতে পাড়ি জমায় সে।

ভুক্তভোগী কিশোরী বর্তমানে সৌদির রাজধানী রিয়াদের পাশ্ববর্তী শহর মাজমা'র তোমাইর জেনারেল হা*সপা*তালে চিকিৎসাধীন।

নি'র্যাতনের শিকার কিশোরী জানায়, সৌদি আরব যাওয়ার ১০ দিনের মাথায় তার ওপর নি'র্যাতন শুরু হয়। তাকে একটি কক্ষে আ'ট'কে রেখে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। ওই কক্ষে টানা তিন দিন তাকে কয়েকজন ধ'র্ষণ করেন। নি'র্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে ওই কিশোরীকে রিয়াদের ছিমুছি হা*সপা*তালে রেখে যান তারা।

সেখানে তিন মাস চিকিৎসার নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ওঠে ওই কিশোরী। এর মাঝে গত রোববার তাকে ছিমুছি হা*সপা*তাল থেকে ১৫০ মাইল দূরে তোমাইর জেনারেল হা*সপা*তালে হস্তান্তর করা হয়। সেখানে ভাঙা গলায় একটু একটু কথা বলতে পারলেও বিছানা থেকে উঠে বসতে পারছে না সে।

তোমাইর হা*সপা*তালে কর্ম'রত এক বাংলাদেশি বলেন, ‘কী'ভাবে নি'র্যাতনের শিকার হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ধ'র্ষণের পাশাপাশি শ`রীরের বিভিন্ন স্থানে আ'ঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘কিশোরী জানায়, সে যে অফিসের মাধ্যমে সৌদিতে এসেছিল সেখানকার বাংলাদেশিরাও এ ঘটনায় জ'ড়িত ছিল। সে এতটুকু বলতে পারে তার উপর কিছু লোক ঝাপিয়ে পড়েছিল। অ'জ্ঞান হয়ে গেলে আর কিছুই মনে নেই তার।’

ভুক্তভোগীর বাবা বলেন, ‘দালাল সাদ্দাম হোসেনের কাছে আমা'র মেয়ের বিষয়ে জানতে চাইলে সে জানায়, আমা'র মেয়ে রোড অ্যাকসিডেন্ট করে হা*সপা*তালে ভর্তি আছে। পরে ওই হা*সপা*তালে কর্ম'রত এক বাংলাদেশির ফোন নম্বর নিয়ে মেয়ের সাথে কথা বলে আম'রা আসল ঘটনা জানতে পারি।’

ওই কিশোরীর বাবার দাবি, সৌদিতে হা*সপা*তালের ক্লিনারের কাজ দেওয়ার কথা বলায় তিনি মেয়েকে বিদেশ পাঠাতে রাজি হন।

এ বিষয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, ‘এই জঘন্য কাজের সাথে যারা যারা জ'ড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশ দূতাবাস ওই কিশোরীর চিকিৎসাসহ সর্বাত্মক সহায়তা প্রদান করবে।’

এ ঘটনায় সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও সরকারের হস্তক্ষেপ কামনা করে অ'প'রাধীদের বিচার সুনিশ্চিত করে তাকে দেশে পাঠানোর দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

ক্রিকেট

ভারত কী বাংলাদেশে খেলতে আসছে, যা জানা গেল

ভারত কী বাংলাদেশে খেলতে আসছে, যা জানা গেল

আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। তিন ওয়ানডে এবং ...

১৪ বছরের নায়কএবার খলনায়ক, রাজস্থানের লজ্জাজনক বিদায়

১৪ বছরের নায়কএবার খলনায়ক, রাজস্থানের লজ্জাজনক বিদায়

বিশ্বরেকর্ড গড়া এক জয়ের রেশ কাটতে না কাটতেই রাজস্থান রয়্যালসকে গুনতে হলো ভয়ঙ্কর এক লজ্জা। ...

ফুটবল

মেসিকে নিয়ে এশিয়ায় আসছে আর্জেন্টিনা, খেলবেন যাদের বিপক্ষে

মেসিকে নিয়ে এশিয়ায় আসছে আর্জেন্টিনা, খেলবেন যাদের বিপক্ষে

বাছাই পর্বের পাঁচ ম্যাচ হাতে থাকতেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী অক্টোবর-নভেম্বরে এশিয়া ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে