| ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সৌদি থেকে ভিডিও বার্তা পাঠিয়ে বাঁচার আঁকুতি হোসনার

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ নভেম্বর ২৫ ২৩:৫২:০৭
সৌদি থেকে ভিডিও বার্তা পাঠিয়ে বাঁচার আঁকুতি হোসনার

পারিবা‌রিক সূত্র জানায়, মাত্র দিন বিশেক আগে দালাল শাহীন মিয়া ও প্রস্তাবিত রিক্রুটিং এজেন্সি (এখনো লাইসেন্স হয়নি) আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন এর প্রলোভনে পড়ে এজেন্সি আল-সারা ওভারসীস (আরএল-৭৫২) সৌদি যাবার সিদ্ধান্ত নেয় হবিগঞ্জের মেয়ে হোসনা। ত‌বে গত ৬ নভেম্বর সৌদি যাওয়ার পর থেকে সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি ব‌লে অভি‌যোগ কর‌ছেন।

হোসনা ভিডিও বার্তায় তার উপর চালানো নির্যাতনের বর্ননা দিয়ে জীবন বাঁচার আকুতি জানান স্বামী শফিউল্লাহ-এর কাছে। কোন উপায়ন্তর না পেয়ে শফিউল্লাহ ছুটে যান দালাল ও আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফিসে, তারা হোসনা‌কে কে দেশে আনতে দুই লাখ টাকা দাবী করেন পরিবারের কাছে।

ভিডিও বার্তায় হোসনা বলেন, ‘ভালো কাজের কথা বলে দালাল আমারে সৌদি পাঠাইছে। আমি এসে দেখি, ওরা আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। আমার ওপর অত্যাচার করে।’

তিনি বলেন, আমি আসছি ১০-১২ দিন। অত্যাচার সহ্য করতে না পেরে আমি বলেছি আর থাকব না। এটা শুনে ওরা আরও অত্যাচার করছে। অফিসে (রিক্রুটিং এজেন্সি) ফোন দিয়েছি, অফিসও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে।

হোসনা আকুতি জানিয়ে বলেন, ‘তোমরা যেভাবে পারো আমারে বাঁচাও। এরা আমাদের বাংলাদেশেও পাঠাতে চায় না। আমি অসুস্থ হয়ে পড়েছি।’

তিনি বলেন, এরা আমার ফোনও চালু করতে দেয় না। স্যার, ম্যাডাম সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, আমরা জানতে পেরেছি, বর্তমানে হোসনাকে সৌদি আরবের রিক্রুটিং এজেন্সি (মকতব) অফিসে নেয়া হয়েছে। তবে হোসনার পরিবারের অভিযোগ, প্রতিনিয়ত তাদের হুমকি দিচ্ছে দালাল ও এজেন্সি অফিস থেকে। আমরা সুমি, হোসনাদের এমন নিপীড়ন বন্ধ চাই।

উল্লেখ্য এর আগে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যাওয়া পঞ্চগড়ের সুমী আক্তার গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে সামাজিক মাধ্যমে লাইভে এসে ভাইরাল হয়েছিলেন। সম্প্রতি তাকে উদ্ধার করে দেশে ফেরত এনেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

ফুটবল

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

চলতি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির দুঃস্বপ্নের পরিণতি ঘটল বৃহস্পতিবার সকালে। দুই লেগ মিলিয়ে ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে