| ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১

ইজ্জত বাঁচাতে ২০ মিনিট দৌড়ালেন তরুণী

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ ফেব্রুয়ারি ১০ ১২:২০:৩৬
ইজ্জত বাঁচাতে ২০ মিনিট দৌড়ালেন তরুণী

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) কলকাতার বাগুইআটি থানায় এ ঘটনা ঘটেছে। এই অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে দিয়েছে কলকাতার পুলিশ। জানা গেছে, এরইমধ্যে ওই তরুণীকে ধাওয়া করা বিশ্বজিৎ মজুমদারের ব্যক্তিগত গাড়িটি জব্দ করা হয়েছে পুলিশ।

এছাড়াও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্বজিতের সাথে আরো ৪ সহযোগী অভিষেক দাস, কিশোর বিশ্বাস, অভিষেক বাচার ও সজল দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনার বিষয়ে ওই তরুণী বলেন, সেদিন রাতে গলিতে গলিতে দৌড়নোর কথা কোনো ভাবেই ভুলতে পারছি না আমি। আমি পুরোই আতঙ্কিত হয়ে পড়েছি।

এ দিকে পুলিশ সূত্রে জানা গেছে, গত এক বছর যাবত কেষ্টপুরে একটি বাড়িতে সিঙ্গেল থাকতেন আসামের বাসিন্দা ওই তরুণী। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও রাত সাড়ে ৯টার কিছু পর ফুটব্রিজ দিয়ে বাড়ির রাস্তায় হাঁটছিলেন তিনি। এ সময় সমরপল্লী এলাকায় একটি দোকান থেকে রুটি কেনার সময় লক্ষ্য করেন, একটি সাদা রঙের সিডানের হেডলাইট ফেলা হচ্ছে তার ওপরে। এ সময় তিনি দেখেন ওই গাড়িতে ৫ যুবক রয়েছে।

তবে শুরুর দিকে সে অতোটা আমলে নেননি এই বিষয়টি। কিন্তু যখন সে রুটি কেনার পরে হাঁটতে শুরু করলেন তখন বুঝতে পারেন যে, গাড়িটি পিছু নিয়েছে তার। এ কারণে নিশ্চিত বিপদের আভাস পেয়ে গলিতে ঢুকে পড়েন ওই তরুণী। এরপর গলি থেকে বড় রাস্তায় বেরোতেই তিনি দেখেন, গাড়িটি সেখানে দাঁড়িয়ে। এমন সময় তিনি কি করবেন বুঝতে পারছিলেন না।

এরপর অবশ্য দৌড়ে পেছনের আরেকটি গলি ধরেন তিনি। কিন্তু ওই গলির মুখে পৌঁছেও দেখেন গাড়িটি সেখানেও পৌঁছে গেছে। যুবকদের গাড়ি থেকে নামতে দেখে আবার দৌড়তে শুরু করেন ওই তরুণী। এমন সময় আরেক তরুণীকে দেখেন। তিনি একটি বাড়িতে ঢোকার জন্য তালা খুলছেন। ওই অপরিচিতের কাছে গিয়েই তিনি বলেন, ‘আমাকে বাড়িতে ঢুকতে দিন।’ আমাকে বিপদের হাত থেকে রক্ষা করুন। আমি প্রচণ্ড বিপদে পড়েছি।

এ সময় পাল্টা প্রশ্ন করেন তালা খুলতে থাকা তরুণীটি। যুবকরা তখন আরো এগিয়ে আসছে! তখন জোর করেই ওই বাড়িতে ঢুকে যান তরুণীটি। যার কাছে আক্রান্ত তরুণী সাহায্য চেয়েছিলেন, তিনিও ওই বাড়িতে ভাড়া থাকেন। পরে বাড়ির মালিক ওই তরুণীকে বাড়ি পৌঁছে দেন রাত সাড়ে ১০টা দিকে।

এ ব্যাপারে বিধাননগর কমিশনারেটের ডিসি (ডিডি) শবরী রাজকুমার বলেন, বিনীত দেশাই নামে একজনের ফেসবুক পোস্ট থেকে ঘটনার কথা প্রথম জানা যায়। পরে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে অন্যায় ভাবে রাস্তা আটকানো, অসৎ উদ্দেশ্যে পিছু নেয়া ও কটূক্তির অভিযোগে মামলা হয়েছে বলে জানান শবরী রাজকুমার।

ক্রিকেট

বড় হারে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল বাংলাদেশের টাইগাররা

বড় হারে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল বাংলাদেশের টাইগাররা

আগে ব্যাট করতে নামা ভারত শুরুতে সংগ্রাম করলেও সময়ের সঙ্গে হাত খুলে বড় স্কোরই সংগ্রহ ...

ব্রেকিং নিউজ ; শরিফুলের বিশ্বকাপ মিশন শেষ!

ব্রেকিং নিউজ ; শরিফুলের বিশ্বকাপ মিশন শেষ!

জিম্বাবুয়ে সিরিজে ইনজুরি কাটিয়ে তাসকিন আহমেদকে বিশ্বকাপে খেলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় বাংলাদেশ দল। তবে ...

ফুটবল

কোপা আমেরিকা শুরুর আগে নতুন করে ইনজুরি নিয়ে বড় ধাক্কা খেল ব্রাজিল

কোপা আমেরিকা শুরুর আগে নতুন করে ইনজুরি নিয়ে বড় ধাক্কা খেল ব্রাজিল

এবারের কোপা আমেরিকা দিয়ে উন্নতি করতে চায় ব্রাজিল। কিন্তু ঐতিহ্যবাহী টুর্নামেন্ট মাঠে নামার আগেই প্রবল ...

দুর্নীতির দায়ে বাফুফের ৫ কর্মকর্তাকে মোটা অংকের জরিমানা

দুর্নীতির দায়ে বাফুফের ৫ কর্মকর্তাকে মোটা অংকের জরিমানা

দুর্নীতির অভিযোগে সালাম মুর্শিদি ও আবু নাঈম সোহাগসহ বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের ৫ কর্মকর্তাকে শাস্তি দিয়েছে ...



রে