মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্যে ক্ষুব্ধ ড্যাব

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘অবমাননাকর’ বলে আখ্যা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বেসরকারি হাসপাতালগুলোতে অপ্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রসঙ্গে দেওয়া ওই মন্তব্যকে কেন্দ্র করে শনিবার (১৬ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বিবৃতিতে জানান, সরকারের একজন দায়িত্বশীল উপদেষ্টার মুখ থেকে চিকিৎসকদের নিয়ে অবমাননাকর মন্তব্য আসা তাদের নিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগকে হেয় করেছে। এ ধরনের মন্তব্য জনগণের আস্থা ক্ষুণ্ন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
সংগঠনের নেতারা বলেন, ন্যায্য বেতন-ভাতা না পেলেও বাংলাদেশের চিকিৎসকরা প্রত্যন্ত গ্রাম থেকে শহরের ব্যস্ততম হাসপাতাল পর্যন্ত নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। কোভিড-১৯ মহামারি, ডেঙ্গু ও নানা স্বাস্থ্য সংকটে অনেক চিকিৎসক জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেছেন, কেউ কেউ প্রাণও দিয়েছেন। তবুও তারা পেশাগত দায়বদ্ধতা থেকে একদিনও পিছিয়ে আসেননি।
ড্যাবের বিবৃতিতে উল্লেখ করা হয়, গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসা দিতে চিকিৎসকরা ঝুঁকি নিয়েছিলেন। চাকরি হারানো, পুলিশি হয়রানি ও নানা চাপ উপেক্ষা করে তারা মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। অথচ সেই অবদানকে উপেক্ষা করে একজন উপদেষ্টা চিকিৎসকদের অপমান করেছেন, যা ড্যাবের মতে অন্যায়।
বিবৃতিতে বলা হয়, গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য হলেও তা হতে হবে তথ্যভিত্তিক ও সম্মানজনক। অযথা পুরো চিকিৎসক সমাজকে বদনাম করা হাজারো সৎ ও নিবেদিত চিকিৎসকের আত্মত্যাগকে অসম্মানিত করে এবং চিকিৎসক-রোগীর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে।
ড্যাব আরও জানায়, এ ধরনের মন্তব্য ভবিষ্যতের মেধাবী তরুণদের চিকিৎসা পেশায় আসার আগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তাই আসিফ নজরুলকে মন্তব্য পুনর্বিবেচনা এবং জনস্বার্থে ব্যাখ্যা বা দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতির শেষাংশে চিকিৎসক সমাজের মর্যাদা রক্ষা ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।
- এইমাত্র পাওয়া : বিমানবন্দর থেকে গ্রেপ্তার ছাত্রলীগ সভাপতি
- জিশান-আফিফের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়লো বাংলাদেশ
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৬/৮/২০২৫ তারিখ
- দারুন সুখবর : বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভিসা
- ক্রিকেট বিশ্বে শোকের ছায়া : মারা গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক
- ভিসা নিয়ে এইমাত্র পাওয়া গেলো অনেক বড় সুখবর
- চরম দু:সংবাদ : বন্ধ হলো ভিসা
- "সংসদ নির্বাচন : বিএনপি-আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা প্রার্থী হতে চান"
- প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার ১০টি উপকারিতা
- মায়রোকা বনাম বার্সেলোনা: লা লিগার রোমাঞ্চকর লড়াই ও লাইভ দেখার উপায়
- আজকের (১৫ আগস্ট ২০২৫) সর্বশেষ সৌদি রিয়ালের বিনিময় হার
- টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ
- সকালে খালি পেটে কিশমিশ খেলে বদলে যাবে শরীর ও মন, জানুন ১৪টি অবিশ্বাস্য উপকারিতা
- দাম কমল ৩৩ প্রকার জরুরি ওষুধের, সর্বোচ্চ ছাড় ৫০%
- সকালে খালি পেটে যেসব খাবার খেলে বাড়বে ওজন