মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
আন্দ্রে রাসেলের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার করুণ ধাক্কা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী ম্যাচে জয় দিয়ে বিদায় নেওয়ার স্বপ্ন দেখেছিলেন আন্দ্রে রাসেল। জন্মস্থান কিংস্টনের স্যাবাইনা পার্কে জাতীয় দলের হয়ে শেষবারের মতো খেলতে নেমেছিলেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। তবে সেই স্বপ্ন পূরণ হলো না। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায়ের ম্যাচেও হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়লেন রাসেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে হেরে সিরিজেও ২-০ তে পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৭২ রান। বিদায়ী ম্যাচে রাসেল ব্যাট হাতে ১৫ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি ছক্কা। বল হাতে তিনি ১৬ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি। তবে এই ম্যাচে জয় তো দূরের কথা, ক্যারিবীয়রা দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার সামনে।
সিরিজে আগে থেকেই অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচেও দেখালো দাপট। শুরুটা ভালো না হলেও, ম্যাক্সওয়েল ও মার্শের বিদায়ের পর মাঠে নামে জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিন। এই দুই ব্যাটার গড়ে তোলেন অবিচ্ছিন্ন ১৩১ রানের জুটি। ইংলিশ ৪৮ বলে ৭৮* এবং গ্রিন ৩৮ বলে ৫৬* রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
তবে এই পরাজয়ের মধ্যেও আবেগঘন মুহূর্ত তৈরি হয় মাঠে। সতীর্থদের গার্ড অব অনার, প্রতিপক্ষ অস্ট্রেলিয়ানদের শ্রদ্ধা, এবং জ্যামাইকার পতাকায় মোড়ানো ব্যাট-বল উপহার—সবই ছিল রাসেলের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে স্মরণীয় করে তোলার আয়োজন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার নিজ শহরে জাতীয় দলের হয়ে বিদায় নিতে চেয়েছিলেন, ক্রিকেট বোর্ড তার সেই ইচ্ছা পূরণ করেছে।
তবুও প্রশ্ন থেকেই যায়—সেই আবেগ কি এক পরাজয়ের ছাপ মুছে দিতে পারে? ১৪ ওভার শেষে ৫ উইকেটে ৯৯ রানে থাকা ওয়েস্ট ইন্ডিজ শেষ ৬ ওভারে ৭৩ রান যোগ করলেও, সেটি যথেষ্ট ছিল না অস্ট্রেলিয়ার বিপক্ষে। জাম্পার ও ম্যাক্সওয়েলের স্পিনে উইন্ডিজের ব্যাটিং লাইনআপ ছিন্নভিন্ন হয়ে পড়ে। শাই হোপ, হেটমায়ার, কিং, চেইস, রাদারফোর্ড—সবাই তাদের শিকার হন।
সিরিজের তৃতীয় ম্যাচ শনিবার, সেইন্ট কিটস এন্ড নেভিসে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে সফররত অস্ট্রেলিয়া। আর ক্যারিবীয় শিবিরে একটিই অনুপস্থিতি থাকবে—টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম ভয়ংকর অলরাউন্ডার আন্দ্রে রাসেল, যিনি হয়তো অভিমান নিয়েই বললেন বিদায়।
- ৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল
- পোস্ট অফিসে ১ লাখ টাকা রাখলে প্রতি মাসে কত মুনাফা
- শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
- ১-০ গোলে শেষ হলো বাংলাদেশ বনাম লাওস ম্যাচের প্রথমার্ধের খেলা
- নাটকীয় লস টাইমের গোল উৎসব শেষ হলো বাংলাদেশ বনাম লাওসের ম্যাচ
- বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক করলো পুলিশ
- হাসনাত-জারা-সারজিসসহ এনসিপির ৫ শীর্ষ নেতা শোকজ"
- হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ
- চরম দু:সংবাদ : বিদ্যালয়ের বিজ্ঞানাগারে ভয়াবহ আগুন, আহত ২৫ শিক্ষার্থী
- যে কারনে এনসিপির ৫ শীর্ষ নেতাকে শোকজ, কী বলা হয়েছে চিঠিতে
- ফুটবল ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ
- চরম দু:সংবাদ : আবারও ভয়াবহ বিমান বিধ্বস্ত
- 'সাদিক কায়েম পাকিস্তানি' স্লোগানে বিতর্ক, শেষমেশ যা করলো ছাত্রনেতা
- টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ৬ ম্যাচের সময়সূচি প্রকাশ
- তাসকিন-রিশাদ-মিরাজ সুখবর পেলেও কপাল পুড়লো তানজিম-লিটনদের