| ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আইসিসির নিয়মের বাইরে গিয়ে চুরি করে রান নিয়েছে স্টোকস, হতে পারে কঠিন শাস্তি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ জানুয়ারি ২৫ ১৬:৪৭:৪৯
আইসিসির নিয়মের বাইরে গিয়ে চুরি করে রান নিয়েছে স্টোকস, হতে পারে কঠিন শাস্তি

ইংল্যান্ড ওডিআই বিশ্বকাপ ২০১৯ এর ফাইনালে জিতেছে। তারা নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে। তবে চারের বিচারে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। বিশ্বকাপ ফাইনালে এমন কড়া নিয়মের বিরুদ্ধে লড়েছিলেন অনেকেই। কিন্তু কাজ হয়নি। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও এই একই চিত্র দেখা গেছে। প্রথম ম্যাচটি ২০১৯ সালের স্মৃতি ফিরিয়ে আনল।

রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ভারতের আক্রমণে উচ্ছ্বসিত ইংল্যান্ড। তারা প্রায় ভারতকে দাঁড় করাতে পারেনি। অশ্বিন, জাদেজা ও অক্ষর তাদের ব্যাটে ঠেলে দেন। কিন্তু পতনের পর ভারতের কারণে কিছুটা সুবিধা পেয়েছে তারা। সুবিধা নিতে গিয়ে বিপাকে পড়েন বেন স্টোকস।

ঘটনাটি কী?

ঘটনাটি ঘটে ইংল্য়ান্ডের প্রথম ইনিংসের ৪৭ তম ওভারে। বল করছিলেন জসপ্রীত বুমরাহ। ব্য়াট করার সময় রেহান আহমেদ ডিপ স্কয়্যাল লেগে একটা শট নেন। তিনি দৌড়ে দুটো রান নেন। সেই সময় ভারতের এক ফিল্ডার বল ধরে উইকেটের দিকে ছুঁড়ে দেন আর বলটা চলে যায় বাউন্ডারির বাইরে। অর্থাৎ, ওভার থ্রো-র জন্য অতিরিক্ত চার পান পায় ইংল্যান্ড। ওভার থ্রো-র চার আর সিঙ্গলসে দুই রানের জন্য ইংল্য়ান্ডের মোট রান হওয়ার কথা ছিল ৬। কিন্তু রেহান আহমেদ দেখেন তাঁর খাতায় যোগ হয়েছে ৫ রান।

পরে দেখা যায়, রেহান দৌড়ে ২ রান নেওয়ার সময় দ্বিতীয়বার তিনি বেন স্টোকসকে ক্রস করার আগেই প্লেয়ার বল ছুঁড়ে দেন ও সেটা ওভার থ্রো হয়ে যায়। ফলে সেই রানটাককে হিসেবে ধরেনি এবং তাঁর এক রান কেটে নেওয়া হয়।

নিয়ম কী বলে?

ICC-র নিয়মের ১৯.৮ নম্বর ধারায় বলা আছে, ‘ফিল্ডারের জন্য় ওভারথ্রো-তে যদি কোনও দল বাউন্ডারি পায়, তাহলে পেনাল্টি স্বরূপ সেই দলকে সেই ৪ রান দিতে হবে। এবং ফিল্ডার ওভার থ্রো করার আগে পর্যন্ত যত রান হবে সেটাও দেওয়া হবে। তবে সেই রান তখনও দেওয়া হবে যখন দুই ব্যাটার রান নেওয়ার সময় একে অপরকে ক্রস করবেন।’

বিষয়টি আরও পরিষ্কার করে বলতে গেলে, এক্ষেত্রে ভারতীয় ফিল্ডার যখন বলটা ছুঁড়ছিলন, সেই ছোঁড়ার সময় দেখা হবে দুই ব্যাটার ক্রিজে একে অপরকে ক্রস করেছেন কি না। এক্ষেত্রে প্রথম রানটা রেহান ও স্টোকস নিলেও দ্বিতীয় রানের ক্ষেত্রে ফিল্ডার যখন বল ছোঁড়েন তখন তাঁরা একে অপরকে ক্রস করেননি। ফলে একরান কেটে নেওয়া হয়।

ক্রিকেট

ধাক্কা খেলো আইপিএল! প্রতিদিন ১০০ কোটি টাকার ক্ষতি, মাথায় হাত বিসিসিআই-এর

ধাক্কা খেলো আইপিএল! প্রতিদিন ১০০ কোটি টাকার ক্ষতি, মাথায় হাত বিসিসিআই-এর

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক : ভারত-পাকিস্তান চলমান উত্তেজনা শুধু সীমান্তে নয়, এর বড় প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ...

টি–টোয়েন্টিতে নতুন ইতিহাস

টি–টোয়েন্টিতে নতুন ইতিহাস

নিজস্ব প্রতিবেদক: নারী ক্রিকেটে ঘটল নজিরবিহীন এক ঘটনা। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের ম্যাচে ...

ফুটবল

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে