বিশ্বসেরা টি-টোয়েন্টি স্কোয়ার্ডে ভারতের জয় জয়, নেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার কেউ

আইসিসি ২০২৩ সালের সেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে যার অধিনায়ক ভারতের সূর্যকুমার যাদব। সূর্যকুমারসহ দলে রয়েছেন ৪ জন ভারতীয়। কিন্তু অস্ট্রেলিয়া নেই। ভারত ছাড়া এশিয়ার অন্য কোনো দেশের ক্রিকেটার নেই।
ভারতের বাইরে সবচেয়ে দূরের দুটি জায়গা জিম্বাবুয়ের। এছাড়া ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের একটি করে। আইসিসির সহযোগী সদস্য রাষ্ট্র উগান্ডাও একটি।
বর্ষসেরা টি-টোয়েন্টি দলের ১১ জন ক্রিকেটারের মধ্যে তিনজন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারের জন্যও মনোনীত হয়েছেন। তারা হলেন সূর্যকুমার, নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান এবং উগান্ডার আলপেশ রামজানি।
উগান্ডার ২৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার ২০২৩ সালে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ৩০ ম্যাচে ৪.৭৭ ইকোনমি রেটে বোলিং করে নিয়েছেন ৫৫টি উইকেট। জিম্বাবুয়ের রাজা বলে-ব্যাটে দুটিতেই ছিলেন চমৎকার ছন্দে। ১১ ইনিংসে ৫১.৫০ গড়ে ৫১৫ রানের পাশাপাশি ১৪.৮৮ গড়ে নেন ১৭ উইকেট। আর সূর্যকুমার ১৭ ইনিংসে ৪৮.৮৮ গড় ও ১৫৫.৯৬ স্ট্রাইক রেটে করেন ৭৩৩ রান। ২০২২ সালে তিনি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছিলেন।
দুই ওপেনার হিসেবে বর্ষসেরা দলে জায়গা পাওয়া জয়সোয়াল ১৪ ইনিংসে ১৫৯ স্ট্রাইক রেটে করেন ৪৩০ রান। ইংল্যান্ডের ফিল সল্ট মাত্র ৮ ইনিংসে তোলেন ৩৯৪ রান, যার মধ্যে টানা দুটি শতক আছে, ২৫ রানের কম কোনো ইনিংস নেই তাঁর।
উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সুযোগ পাওয়া নিকোলাস পুরান ১৩ ইনিংসে ১৬৩ স্ট্রাইকে করেন ৩৮৪ রান। মিডল অর্ডারের মার্ক চ্যাপম্যান বছরজুড়ে নিউজিল্যান্ডের হয়ে করেন ৫৭৬ রান।
বোলারদের মধ্যে আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইর জায়গা করেছেন ২৬ উইকেট নিয়ে, উইকেট নিয়েছেন প্রতি ১৩ বলে একটি করে। আর আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার হিসেবে বছর শেষ করা ভারতের রবি বিষ্ণয় পুরো বছরে ৪৪ ওভার করে নেন ১৮ উইকেট।
বর্ষসেরা দলের দুই পেসার জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা এবং ভারতের অর্শদীপ সিং। এনগারাভা ১৫ ম্যাচে আর অর্শদীপ ২১ ম্যাচে নিয়েছেন ২৬টি করে উইকেট।
- "লঞ্চে দুই তরুণীকে পেটানো সেই যুবক থানায় হাজির হয়ে যা বলল, শুনে চমকে গেল সবাই"
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর, যে প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয়
- মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর
- দেশজুড়ে ছড়িয়ে পড়ছে নতুন ভাইরাস, কিডনি পর্যন্ত নষ্ট হতে পারে
- আ:লীগ নিষিদ্ধ হওয়ায় যা বললেন : জামায়াত আমির
- রেশমা উদ্ধারের নাটক কেন সাজানো হয়েছিলো
- সৌদির নতুন নির্দেশনা
- সৌদি প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট (১০ মে ২০২৫)
- নতুন দু:সংবাদ জানালো আবহাওয়া অফিস
- সৌদিতে প্রবাসীসহ শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর
- আজ সন্ধ্যার আগেই ঝড় হতে পারে যে ৬ জেলায়
- যা কেউ ভাবেনি, সেটাই করলেন তামিম ইকবাল
- বর্তমানে বাংলাদেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- চলছে উপদেষ্টাদের বৈঠক; ওদিকে আ. লীগ নিষিদ্ধে অনড় ফ্যাসিবাদবিরোধীরা
- শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত বিরাট কোহলির