স্কালোনির পদত্যাগ নিয়ে নতুন তথ্য দিলেন আর্জেন্টিনার ফুটবল সভাপতির

লাতিন অঞ্চলের বিশ্বকাপের ষষ্ঠ বাছাই পর্বে ব্রাজিলের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার ফুটবল শোনা যাচ্ছে চাপা কান্নার আওয়াজ। কারণ সেলেকাও জয়ের পর বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি যে বার্তা পাঠিয়েছিলেন তা আর্জেন্টিনার জন্য সুখবর ছিল না। এ যেন মেঘ ছাড়া বজ্রপাত।
ঘটনাবহুল মারাকানা ম্যাচের পর হঠাৎ মিডিয়াকে স্কালোনি বলেন, ‘ভবিষ্যতে কী করব না তা নিয়ে আমাকে অনেক ভাবতে হবে। যখন এই দল আপনাকে স্থায়ীভাবে চায় তখন আপনার সর্বোচ্চ শক্তি থাকতে হবে।
তিনি সেখানে থামলেন না এবং বললেন, "আমি এখন বিদায় বলছি না, তবে এই সম্ভাবনা মোটেও পাতলা নয়।" তিনি বলেন, বর্তমান আলবিসেলেস্তেতে দলের দারুণ একজন কোচ দরকার। তিনি বলেন, এই দলের এমন একজন কোচ দরকার যার সবকিছু সম্ভব।
স্কালোনির এমন মন্তব্য প্রকাশ পাওয়ার পরই তোলপাড় শুরু হয় আর্জেন্টাইন ফুটবলে। অনেকে স্কালোনির এমন ঘোষণার পেছনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিয়া তাপিয়াকে দায়ী করছেন। এদিক আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জানিয়েছে, সভাপতির সঙ্গে মতানৈক্যের কারণেই পদত্যাগ করতে যাচ্ছেন স্কালোনি।
স্কালোনি দায়িত্ব ছাড়ার ঘোষণার পরই গুঞ্জন শুরু হয় মেসিদের দায়িত্ব ছেড়ে কোথায় যাচ্ছেন এ মাস্টার মাইন্ড। এর মধ্যে বোমা ফাটায় স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত। তারা জানায় স্কালোনি অন্য কোথাও নয় রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন। যদিও এ ব্যাপারে স্কালোনি কিংবা রিয়ালের কেউ কোনো মন্তব্য করেনি। গণমাধ্যমটি আরও দাবি করে ইতোমধ্যে তারা স্কালোনির সঙ্গে কথাও নাকি শুরু করেছে।
এদিকে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল, কোপা আমেরিকার ড্র সামনে রেখে বোর্ড সভাপতি তাপিয়া শিগগিরই স্কালোনির সঙ্গে বৈঠকে বসবেন। যাতে করে তাকে কোচ হিসেবে রেখে দেয়া যায়। তাকে রাখতে হলে সম্ভাব্য সবকিছু করবেন বলেও জানা গিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত স্কালোনির সঙ্গে তাপিয়ার কোনো মিটিং হয়নি বলে জানা গেছে।
আর্জেন্টাইন খ্যাতনামা সাংবাদিক গাস্তুল এদুল রোববার (২৬ নভেম্বর) ভোরের দিকে সোশ্যাল মাধ্যমে এক্সে জানান, মেসিদের বিশ্বজয়ী কোচ স্পেনে ফিরে গেছেন। সেখানে মালোর্কায় তার নিজ বাড়িতেই বর্তমানে অবস্থান করবেন তিনি।
এদুল আরও জানায়, মেসিদের দায়িত্ব ছাড়ার ব্যাপারে খুব তাড়াতাড়িই কোনো সিদ্ধান্ত নিবেন না তিনি। তবে এ বছর শেষ হওয়ার আগেই কোচ এবং তাপিয়ার মধ্যে বৈঠক হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে স্কালোনি যে কোপা আমেরিকার ড্রতে যাবেন না সে বিষয়টিও নিশ্চিত করেছেন এ আর্জেন্টাইন সাংবাদিক।
- ভিসা চালু নিয়ে বিশাল বড় সুখবর দিলেন উপদেষ্টা
- ফের হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার
- বন্ধ হয়ে গেল কেকেআরের প্লে-অফের রাস্তা, দেখেনিন পয়েন্ট টেবিল
- বিশ্ব রেকর্ড গড়লেন সুনীল নারিন
- স্বর্ণের দাম যত হতে পারে চলতি বছরের শেষ দিকে
- ব্রেকিং নিউজ : ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
- নতুন ঘোষণা দিলো ওমান
- সব শেষ, ভারতীয় ঘাঁটি গুঁড়িয়ে দিলো পাকিস্তান
- এক লাফে যত কমলো লিটার প্রতি জ্বালানি তেলের দাম
- দেশের ভাগ্য বদলালেও প্রবাসীদের ভাগ্য বদলায় না
- মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী কর্মীদের স্বপ্নের দুয়ার খুলছে শিগগিরই
- কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে দুই উপজেলার সর্বনাশ
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- আইপিএল থেকে বিদায় চেন্নাইয়ের, ঘটে গেলো অন্য ঘটনা
- প্রবাসীরা আজকের সর্বশেষ সকল দেশের টাকার রেট দেখলে চমকে যাবেন