রোনালদোর জোড়া গোলঃ শেষ হল পর্তুগালের গোল উৎসবের ম্যাচ, জেনে নিন ফলাফল

ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের মাঝের বিশাল পার্থক্য মাঠের খেলায়ও দারুন ভাবে প্রতিফলিত হলো। ম্যাচ শুরুর ১৮ মিনিটেই তিনবার জালে বল পাঠানো পর্তুগাল আভাস দিল এই ম্যাচ হতে যাচ্ছে গোল উৎসবের ম্যাচ। বিরতির পর যদিও শুরুর দাপট ধরে রাখতে পারেনি তারা। তবে ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে বিশাল জয় নিয়েই ফিরল সাবেক ইউরো চ্যাম্পিয়ন দল পর্তুগাল।
গতকাল ২৬ মার্চ লুক্সেমবার্গের জাতীয় স্টেডিয়ামে রোববার রাতে ৬-০ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘জে’ গ্রুপের ম্যাচটিতে পর্তুগালের অন্য দ্রিদান্ত ছন্দে থাকা চার গোলদাতা জোয়াও ফেলিক্স, বের্নার্দো সিলভা, ওতাভিও ও রাফায়েল লেয়াও।
গত ২০১৬ সালের ইউরোপ চ্যাম্পিয়নদের সামনে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি ফিফা র্যাঙ্কিংয়ের ৯২তম স্থানে থাকা এই দলটি।
এই দিন ম্যাচের ৯ম মিনিটে গোলের উদ্দেশ্যে প্রথম শটেই এগিয়ে যায় র্যাঙ্কিংয়ের ৯ নম্বর পর্তুগাল। ডান দিক থেকে ব্রুনো ফের্নান্দেসের বাড়ানো ক্রসে নুনো মেন্দেস হেডে খুঁজে নেন ছয় গজ বক্সে রোনালদোকে। বুটের আলতো এক টোকায় বাকি কাজ সারেন অধিনায়ক।
ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। সিলভার দারুণ ক্রস দূরের পোস্টে ফাঁকায় পেয়ে লাফিয়ে নেওয়া হেডে গোলটি করেন আতলেতিকো মাদ্রিদ থেকে বর্তমানে ধারে চেলসিতে খেলা এই ফরোয়ার্ড।
অষ্টাদশ মিনিটে স্কোরলাইনে নিজের নাম তোলেন সিলভা। জোয়াও পালিনিয়ার ক্রসে কোনাকুনি হেডে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার। ৯ মিনিটের মধ্যে তিন গোল হজম করে দিকহারা দলটি আর ঘুরে দাঁড়ানোর পথ পায়নি।
ঘড়ির কাটা ৩১ মিনিট ছুঁতে আবারও স্বাগতিকদের জালে বল। ফের্নান্দেসের থ্রু বলের নিয়ন্ত্রণ নিতে প্রথমে দারুণ এক ডজে ছুটে আসা প্রতিপক্ষকে ফাঁকি দেন রোনালদো, এরপর বক্সের মধ্যে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১২২টি, ১৯৮ ম্যাচে। পেশাদার ফুটবলে ক্লাব ও জাতীয় দল মিলে তার গোল হলো ৮৩২টি।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দারুণ এক আক্রমণে লক্ষ্যে প্রথম শট নেয় লুক্সেমবার্গ। ভিনসেন্টের জোরাল নিচু শট ঝাঁপিয়ে ঠেকান পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিও।
৫৭তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে ঢোকার মুখে ডাইভ দিয়ে হলুদ কার্ড দেখেন রোনালদো। এর পরপরই তাকে তুলে নেন কোচ। একই সঙ্গে সিলভাকেও।
প্রথম ৪৫ মিনিটে একচেটিয়া আধিপত্য করা পর্তুগালের এই অর্ধের ফুটবলে গতির ঘাটতি ছিল স্পষ্ট। রোনালদোরা উঠে যাওয়ায় পরে তা আরও কমে। ৭৫তম মিনিটে ফের্নান্দেস ও ফেলিক্সকেও তুলে নেন কোচ।
এরপরই পঞ্চম গোলের দেখা পায় তারা। লেয়াওয়ের ক্রসে হেডে গোলটি করেন দুই মিনিট আগে ফেলিক্সের বদলি নামা পোর্তোর মিডফিল্ডার ওতাভিও।
৮৩তম মিনিটে রুবেন নেভেসের জোরাল ফ্রি কিক ক্রসবার কাঁপিয়ে ফেরে। দুই মিনিট পর লেয়াওয়ের স্পট কিক ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক। ডি-বক্সে এসি মিলানের এই ফরোয়ার্ড ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল পর্তুগাল।
শেষ পর্যন্ত অবশ্য লেয়াওকে ঠেকিয়ে রাখতে পারেনি লুক্সেবার্গ। ৮৮তম মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দুজনের বাধা এড়িয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডানা মেলে দেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। দুই ম্যাচে লুক্সেমবার্গের পয়েন্ট ১।
- মারা গেলেন হাসনাত আবদুল্লাহ, জানা গেলো খবরের আসল সত্যতা
- ১৯ বছর পর আবারও ইতিহাসের লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ
- খালেদা জিয়াকে নিয়ে যা বললেন সারজিস আলম
- এইমাত্র ভিসা নিয়ে যে ঘোষণা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
- আচমকা পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, নিজের জবাব দিলেন ট্রাম্প
- সাকিব-শিশিরের বিবাহ বিচ্ছেদ, অবশেষে জানা গেলো আসল সত্য
- বাংলাদেশ-আমিরাত প্রথম টি-টোয়েন্টি: নতুন সিরিজে মাঠে নামছে টাইগাররা
- কতটা নিচে নামবে শান্ত-মিরাজরা : রয়েছে লাইফ সাপোর্টে
- হঠাৎ পতন জ্বালানি তেলের বাজারে
- হতবাক ক্রিকেটবিশ্ব : 0 রানে ১০ উইকেট, ১০টিই বোল্ড
- জাতীয় দল নয়, আইপিএলকেই বেছে নিলেন হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজ দলে চমক
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৬ মে ২০২৫)
- আচমকা পাকিস্তানে ভারতের ক্ষে,প,ণা,স্ত্র হা ম লা , সবশেষ যা জানা গেল
- শতাধিক নেতাকর্মীসহ অন্য দলে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি
- হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা