| ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

"মেসিদের ছেড়ে ভুল করতে চাই না"

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ মার্চ ২৫ ১১:৩২:২০

বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব হচ্ছেন কাতার মালিকানাধীন প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। এই শক্তিশালী দল আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতা নিয়ে মৌসুম পার করছে যা ভক্তদের দারুন ভাবে মন ভেঙ্গেছে। ফরাসি লিগে সাফল্য পেলেও ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে দলটি বারবার হোঁচট খাচ্ছে বলে মনে করা হয়।

কাতার মালিকানাধীন এই ক্লাবটি দে কাতারী ধনকুবের নাসের আল খেলাইফির লাগামহীন পেট্রোডলার খরচেও সাফল্যের দেখা মিলছে না। এরই মধ্যে রয়েছে বর্তমান বিশ্বের সব থেকে সেরা ফুটবলা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিসহ বেশ কয়েকজন তারকা ফুটবলারের ক্লাব ছাড়া গুঞ্জন শোনা যায়। যা নিয়ে এতদিন মুখ খোলেননি খেলাইফি। তবে শেষমেস এবার তিনি জানালেন, পিএসজি থেকে মেসিদের ছেড়ে দিয়ে তিনি কোনো ভুল করতে চান না।

এঈ তথ্যটি জানা যায় ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রেজিও রোমানোর এক টুইটের মাধ্যমে। এর আগে সংবাদমাধ্যম মার্কার সঙ্গে একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন পিএসজি মালিক খেলাইফি।

চলতি মৌসুম শেষেই ইতি ঘটতে যাচ্ছে দলের দুই তারকা ফুটবলার মেসি ও সার্জিও রামোসের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ। সে কারণে মেসিকে জড়িয়ে তার আগামী গন্তব্য হিসেবে উঠে আসে কয়েকটি ক্লাবের নাম। এর মধ্যে সম্প্রতি বেশ গুঞ্জন তুলেছে সাবেক ক্লাব বার্সেলোনা। কাতালান ক্লাবটির নানা পক্ষের মন্তব্যে মেসিকে ফের দলে ভেড়ানোর জোর প্রচেষ্টার কথা শোনা যাচ্ছে।

অন্যদিকে, সার্জিও রামোসের সঙ্গে নাকি ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন ক্লাব আল-নাসরের কথা চলছে। তিনিও সৌদি ক্লাবটিতে ভিড়তে পারেন বলে খবর বেরিয়েছে। একইসঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারেরও পিএসজি ছাড়া নিয়ে নাটকীয়তা কম হয়নি। তিনি পিএসজি ছাড়ছেন, ইংলিশ কোনো ক্লাবে যোগ দেবেন কিংবা ফরাসি শিবিরেই ক্যারিয়ার শেষ করতে চান বলে নানামুখী খবরে আলোচনা-সমালোচনার কোনো অন্ত মিলছে না!

এদিকে মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে নাসের আল খেলাইফি জানান, ‘আগামীতেও তারকা ফুটবলারদের আমরা পিএসজিতে দেখতে চাই। তাদের সবাইকে রেখে দিতে চাই। আমরা কোনো ভুল করতে চাই না। আমার মনে হয়, আমাদের চলতি সিজনের খেলায় মনোযোগ দেওয়া উচিত।’

তিনি আরও জানান, ‘আমাদের দলে তিনজন সুপারস্টার আছেন। একইসঙ্গে রয়েছে কিছু তরুণ প্রতিভাও। আমরা পুরো দলকে নিয়ে বিশ্লেষণ করতে চাই, আরও কাজ করতে চাই তাদের নিয়ে। গত চারটা বছর ছিল চমৎকার। আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছি, এভাবে প্রতিবছর ধীরে ধীরে উন্নতি করাটাই গুরুত্বপূর্ণ। শিরোপা জেতা সহজ কিছু নয়। কেননা সব বড় দলই এখানে প্রতিযোগিতায় নামে। তাই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য প্রয়োজন- ভাগ্য, যথাযথ প্রচেষ্টা এবং ইনজুরিমুক্ত খেলোয়াড়।’

চ্যাম্পিয়ন্স লিগে ভুলের কোনো সুযোগ নেই। প্রতিবছরই এটি জেতার মানসিকতা নিয়ে ফরাসি ক্লাবটি লড়াই চালিয়ে যাবে বলে জানান খেলাইফি। একইসঙ্গে মনে করিয়ে দেন যে, প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ভুল করলেই তার খেসারত দিতে হয়।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)

টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)

আজকের দিনটিতে টিভি পর্দায় জমজমাট খেলার সম্ভার থাকছে ক্রিকেট ও ফুটবলের দারুণ সব ম্যাচ নিয়ে। ...

সিরিজ জয়ের পথে দৃঢ় বাংলাদেশ, সোহান জানালো তার পরবর্তী পদক্ষেপের কথা

সিরিজ জয়ের পথে দৃঢ় বাংলাদেশ, সোহান জানালো তার পরবর্তী পদক্ষেপের কথা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে অনুষ্ঠিত ...

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে