এক নজরে কাতার বিশ্বকাপে কে কোন পুরুস্কার জিতলো

গোল্ডেন বল:
২০১৪ বিশ্বকাপেও টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল জিতেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেবার থাকতে হয়েছে পরাজিতের দলে। ৮ বছর পর ২০২২ সালে এসে বিশ্বকাপটাই জিতে নিলেন তিনি। সে সঙ্গে আবারও জিতলেন গোল্ডেন বল। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার গোল্ডেন বল উঠলো মেসির হাতে।
আরেকটি বিশ্বকাপের ফাইনালে তুলেছেন আর্জেন্টিনাকে। এবার আর স্বপ্নভঙ্গ নয়। বিশ্বকাপ জিতেই সব আক্ষেপ ঘুচিয়েছেন লিওনেল মেসি।
স্মরণীয় কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ 'গোল্ডেন বল' জিতেছেন সাতবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।
এবারের বিশ্বকাপে ৭ গোল করা ৩৫ বছর বয়সী মেসি এ নিয়ে দ্বিতীয়বার গোল্ডেন বল জিতলেন। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভাঙলেও টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছিলেন মেসি।
এ নিয়ে ইতিহাসে তৃতীয়বার আর্জেন্টিনার কোনো খেলোয়াড় গোল্ডেন বল জিতলেন। ১৯৮২ সালে এই পুরস্কার চালু হওয়ার পর ১৯৮৬ বিশ্বকাপজয়ের নায়ক ডিয়েগো ম্যারাডোনা জিতেছিলেন এই পুরস্কার।
গোল্ডেন গ্লাভস:
রোববার (১৮ ডিসেম্বর) রাতে লুসাইল স্টেডিয়ামে টাইব্রেকারে ফ্রান্সের নেওয়া কোম্যানের দ্বিতীয় শট বাঁধিয়ে দেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এতে আর্জেন্টিনার শিরোপা জয়ের পথ তৈরি করে দেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার। এছাড়াও পুরো টুর্নামেন্টে আকাশি নীল শিবিরের গোল পোস্টের নিচে অসাধারণ নৈপুণ্যে দেখিয়েছেন তিনি। যার কারণে তিনি জিতলেন এবারের বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের পুরষ্কার।
এবারের বিশ্বকাপে মার্তিনেজ ৭ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে আর্জেন্টিনার গোলবার অক্ষত রাখতে পেরেছেন। তবে প্রথম ম্যাচে হারের পর মেসিদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে বেশ কিছু অসাধারণ সেভ করে দলকে নিয়ে এসেছিলেন বিশ্বকাপের ফাইনালে।
এমনকি নেদারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শেষ দিকে ম্যাচ বাঁচানো একটি সেভ করেন তিনি। এরপর টাইব্রেকারে ডাচদের দুটি শট আটকে দিয়ে দলকে সেমিফাইনালে জায়গা করে নিতে অবদান রাখেন মার্তিনেজ।
এছাড়াও পুরো টুর্নামেন্টে ছিলেন অনবদ্য। ফাইনালেও বেশ কিছু সেভ করেছেন। আর টাইব্রেকারে কোম্যানের নেওয়া শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেন আর্জেন্টিনার এই বাজপাখি। আর তাই বিশ্বকাপের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়ে জিতেন গোল্ডেন গ্লাভস।
সেরা ইয়াং ফুটবলারের ট্রফি:
বিশ্বকাপের শুরুতে তাকে কেউ আমলেই নেয়নি। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর কোচ লিওনেল স্কালোনি যেন তার আসল তুরুপের তাস এনজোকে বের করে আনেন। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ থেকে শুরু করে বিশ্বকাপের পরবর্তী সবগুলো ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ডের অতন্দ্র প্রহরী ছিলেন এই বেনফিকার ফুটবলার।
বিশ্বকাপ দুর্দান্ত পারফর্ম করে জয় করলেন বিশ্বকাপের সেরা ইয়াং ফুটবলারের ট্রফি। মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত একটি গোলও করেছিলেন এনজো। মাঝমাঠে ফ্রান্সকে প্রথম দিকে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এনজো। টুর্নামেন্টের ইয়াং ফুটবলার হওয়ার পথে তিনি অন্য অনেককে হারিয়েছেন।
গোল্ডেন বুট:
কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। দল হারলেও কিলিয়ান এমবাপ্পে ফাইনালে হ্যাট্রিকসহ টূর্ণামেন্টে মোট ৮ গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন। ম্যাচে মেসি ৭ গোল করেও এমবাপ্পের কাছে গোল্ডেন বুট হারাতে হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপের ফাইনালে মেসি ও এমবাপ্পে দু’জনই ৫ গোল নিয়ে খেলতে নেমেছিলেন। ২৩ মিনিটে ফ্রান্সের জালে বল জড়ানোর মধ্য দিয়ে মেসির গোল ৬ এ দাঁড়ায়।
দ্বিতীয়ার্ধে কম সময়ের মধ্যে জোড়া গোল করেন এমবাপ্পে। তার গোল সংখ্যা দাঁড়ায় ৭টিতে। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে সেই সময়ে মেসি আরো একটি গোল করেন। এর মধ্য দিয়ে তার গোল সংখ্যা ৭ হয়। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় অংশে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। তার গোল দাঁড়ায় ৮টিতে। এর মধ্য দিয়েই তার গোল্ডেন বুট নিশ্চিত হয়ে যায়।
- আলোচিত সেই বাবা-মেয়েকে নিয়ে যা বলছেন কেয়ারটেকার, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- এবার যে বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- অবশেষে মুখ খুললেন পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা, জানালেন করুণ কাহিনি
- আ:লীগ নিষিদ্ধ হওয়ায় যা বললেন : জামায়াত আমির
- কমলো সয়াবিন তেলের দাম, তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- হঠাৎ পাল্টে গেলো ডিমের দাম
- কোন আইনে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ, জানালেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- এতো নাটক করেও পড়লো ধরা, উন্মোচিত ভয়াবহ সত্য
- শেখ হাসিনা কেন ভারতকে দিয়েছিলো সেই মাঠ,ভেন্যু ও সীমান্ত উত্তেজনা
- বঙ্গবন্ধুর লালিত দল নিয়ে হুঁশিয়ারি, যুদ্ধ নিয়েও আশঙ্কা: কাদের সিদ্দিকী
- ৬৯০ টাকার গ্যাস লুটপাট : স্ত্রীও অস্বীকার করলেন স্বামীকে
- চলছে উপদেষ্টাদের বৈঠক; ওদিকে আ. লীগ নিষিদ্ধে অনড় ফ্যাসিবাদবিরোধীরা
- আবারও শুরু হচ্ছে আইপিএল! একদিনে একাধিক ম্যাচ, আসছে নতুন নিয়ম
- দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার নতুন মূল্য তালিকা প্রকাশ
- আজ থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হবে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপা