ভারতকে মাঝারী রানের টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাসগড়া ম্যাচে টস জিতেছিল ভারত। যেখানে সফরকারীদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দলের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের আগেরদিন ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড বলেছিলেন, ভারতে পুরো ৫০ ওভার ব্যাটিং করার লক্ষ্য তার দলের।
কিন্তু সিরিজের প্রথম ম্যাচে সেই লক্ষ্য ছোঁয়া হয়নি ক্যারিবীয়দের। ইনিংসের ৬.১ ওভার বাকি থাকতেই ১৭৬ রানে অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৩ ওভারের মধ্যে ৭ উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেছিলেন জেসন হোল্ডার ও ফাবিয়ান অ্যালেন। নয়তো আরও আগেই গুটিয়ে যেতো ক্যারিবীয়দের ইনিংস।
টস হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সাজঘরে ফেরেন ৮ রান করা শাই হোপ। দ্বিতীয় উইকেট জুটিতে ৩১ রান যোগ করেন ব্রেন্ডন কিং ও ড্যারেন ব্রাভো। দলীয় ৪৪ রানে কিং (১৩) ও ৪৫ রানে আউট হন ব্রাভো (১৮)। একই অবস্থা হয় শামার ব্রুকস (১২) এবং নিকোলাস পুরানের (১৮)।
রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক পোলার্ড। ইয়ুজভেন্দ্র চাহালের প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে নিজের স্ট্যাম্প হারিয়েছেন এ মারকুটে অলরাউন্ডার। রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন আকিল হোসেনও। তার বিদায়েই ২২.৫ ওভারে ৭ উইকেটে ৭৯ রানের দলে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ।
সেখান থেকে অষ্টম উইকেট জুটিতে ৭৮ রান যোগ করেন হোল্ডার ও অ্যালেন। ইনিংসের ৩৮তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে ২ চারের মারে ৪৩ বলে ২৯ রান করেন অ্যালেন। অন্যপ্রান্তে ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেন হোল্ডার। তার ব্যাটেই দুইশ ছোঁয়ার স্বপ্ন দেখছিল সফরকারীরা।
কিন্তু ৪১তম ওভারে প্রাসিদ কৃষ্ণার হালকা লাফিয়ে ওঠা ডেলিভারিতে উইকেটের পেছনে ধরা পড়েন দলকে বিপদ থেকে উদ্ধার করা হোল্ডার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪টি ছক্কার মারে ৫৭ রানের ইনিংস। শেষ দিকে আলজারি জোসেফ একটি করে চার-ছয়ের মারে ১৩ রান করলে ১৭৬ রান পর্যন্ত যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
ভারতের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন লেগস্পিনার চাহাল। এছাড়া ওয়াশিংটন সুন্দর ৩, প্রাসিদ কৃষ্ণা ২ ও মোহাম্মদ সিরাজের শিকার ১টি উইকেট। সাত ওভার হাত ঘুরিয়ে উইকেটের দেখা পাননি শার্দুল ঠাকুর।
- ৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল
- আজ বাংলাদেশ বনাম লাওস: কখন, কোথায় দেখবেন ও কী আছে পরিসংখ্যানে
- পোস্ট অফিসে ১ লাখ টাকা রাখলে প্রতি মাসে কত মুনাফা
- শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
- ১-০ গোলে শেষ হলো বাংলাদেশ বনাম লাওস ম্যাচের প্রথমার্ধের খেলা
- নাটকীয় লস টাইমের গোল উৎসব শেষ হলো বাংলাদেশ বনাম লাওসের ম্যাচ
- হাসনাত-জারা-সারজিসসহ এনসিপির ৫ শীর্ষ নেতা শোকজ"
- বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক করলো পুলিশ
- বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর পরিবারের ৭ জন নিহত
- পোস্ট ডিলিটের পাল্টা জবাব ড্রোন দিয়ে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- বিসিবির ২৫০ কোটি টাকার ইস্যু: ফারুকের বিরুদ্ধে তদন্ত শেষে যা বললো দুদক
- হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ
- যে কারনে এনসিপির ৫ শীর্ষ নেতাকে শোকজ, কী বলা হয়েছে চিঠিতে
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- ফুটবল ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ