দুর্দান্ত ব্যাটিংয়ে জোড়া সেঞ্চুরি করেও চরম দু:সংবাদ পেলেন : উসমান খাজা

যদিও দুই ইনিংসে সেঞ্চুরি করেও পরের টেস্টে জায়গা নিয়ে নিশ্চিত নন খাজা।ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করেই অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা করে নেন উসমান খাজা, তবে একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে এগিয়ে ছিলেন অজি অলরাউন্ডার ট্রাভিস হেড।
দুজনকেই ৫ এ খেলানোর পরিকল্পনায় রেখে অ্যাশেজের স্কোয়াডে রাখা হয়, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ৩ টেস্টের একাদশে জায়গা পান হেডই।
ট্রাভিস হেড ব্যর্থ হলেই একাদশে জায়গা মিলবে উসমান খাজার, তবে সেই কাজটা কঠিন করে দেড়শ রানের দুরন্ত ইনিংস খেলে একাদশে জায়গা আরও পোক্ত করেন হেড।
তবে ট্রাভিস হেডের দুর্ভাগ্যে কপাল খোলে খাজার, চতুর্থ টেস্টের আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন হেড। হেডের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান খাজা,
তবে হেড সুস্থ হয়ে ফিরলে বেঞ্চে যেতে হতে পারে বাঁহাতি এই ব্যাটারকে। এই প্রক্রিয়া মেনে নিলেও বার বার এভাবে বাদ পড়াটা কষ্টের সেটা উল্লেখ করে একটা স্থিরতার প্রয়োজনীয়তা দেখছেন খাজা।
পরের টেস্টে অনিশ্চয়তার কথা উল্লেখ করে উসমান খাজা বলেন, “আমার মনে হচ্ছে পরের ম্যাচে আমি বাদ পড়ব। জর্জ বেইলি এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছি, আমি এই প্রক্রিয়ার বিরুদ্ধে নই।
আমার ক্যারিয়ার জুড়ে ওঠা পড়া লেগেই আছে। আমার মনে হয় একটা স্থিরতা প্রয়োজন, একজন ক্রিকেটারের জন্য বারবার বাদ পড়া কতটা কষ্টের সেটা আমি জানি।”
শুধু অনিশ্চয়তা নয়, পরের টেস্টে হেড ফিরলে একাদশে জায়গা পাওয়ার আশাটাও করছেন না উসমান খাজা। তিনি আরও বলেন, “নির্বাচকরা যে প্রক্রিয়ায় কাজ করছেন সেটা ভাল। এই মুহূর্তে আমি আশা করছি না পরের টেস্ট খেলবো।
তবে আমি তৈরি, হঠাৎ করে কেউ করোনা আক্রান্ত হয়ে যেতেই পারে।” অ্যাশেজে ষষ্ঠ অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন উসমান খাজা, সিডনির মাঠে সেই সংখ্যাটা তৃতীয়।
যদিও খাজার দুই সেঞ্চুরির পরেও জিততে পারেনি অস্ট্রেলিয়া, শেষ দিনে বৃষ্টি আর ইংলিশ লোয়ার অর্ডারের দৃঢ়তায় ম্যাচটি ড্র হয়েছে।
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর