প্রথম ম্যাচে জয়ের পর বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন কোচ

দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে বেশীরভাগ ব্যাটসম্যানই শুরু থেকেই অফ স্টাম্পের বাইরের বল খেলার চেষ্টায় ছিলেন। যা বিপদেও ফেলেছে তাদের। কেউ ক্যাচ দিয়েছেন কিপারকে, অথবা স্লিপে। তারপরও ইয়াসির আলী ও নুরুল হাসান সোহান সর্বোচ্চ ৬০ রানের জুটিটি দলীয় ১০০ পার করে বাংলাদেশ। কিন্তু ১২৬ রান স্কোরবোর্ডে তুলেই অল আউট সফরকারীরা।
এর আগে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫২১ রান করে ইনিংস ঘোষণা করে। লাথামের ২৫২ রানের ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ পায় দলটি। লিডও মিলল বিশাল। ১২৬ রানে অল আউট হওয়ায় বাংলাদেশ এখনও পিছিয়ে ৩৯৫ রানে।
এদিন বাংলাদেশের ব্যাটসম্যানরা যে ভুল করেছেন এর ঠিক উল্টোটাই করেছিল নিউজিল্যান্ডের ব্যাটাররা। বাংলাদেশের বোলারদের অফস্টাম্পের বাইরে রাখা ভালো বলগুলো সবই ছেড়ে দিয়েছিল তারা। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও বললেন এমনটাই।
প্রিন্স বলেন, ‘আমরা কিউইদের দেখেছি যে অফ স্টাম্পের বাইরে অনেক বল তারা ছেড়ে দিয়েছে। এটা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের একটু বেশি স্বাভাবিকভাবেই আসে। তারা বাউন্সি উইকেটে খেলে। আমাদের ছেলেরা অনেক বেশি বল খেলে। আমার মনে হয় মাউন্টে আমরা ভালো বল ছেড়েছি এবং ব্যাকফুটে ভালো খেলেছি।’
‘আমি মনে করি আজকেও আমরা আরও বেশি বল ছাড়তে পারতাম। আশা করি আগামীকাল আমরা একটি ভালো শুরু করতে পারব। আমি মনে করি আমরা অফস্টাম্পের বাইরে আরও কিছু বল ছাড়তে পারি যাতে তারা আমাদের দিকে সোজা বল করে’ আরও যোগ করেন এই প্রোটিয়া।
এছাড়া প্রথম দিনের তুলনায় এদিন ব্যাটিং করাটা কিছুটা কঠিন ছিল বলেও মনে করেন প্রিন্স। তার ভাষ্যমতে ‘আমাদের ব্যাটিং লাইন আপের জন্য আজ কঠিন দিন ছিল। নিউজিল্যান্ড শুরুটা ভালো করেছিল। তারা বলে সুইং পেয়েছে। পিচেও কিছু খাঁদও ছিল।’
‘গতকাল পিচ কিছুটা নরম হতে শুরু করেছিল। এটা আজ দ্রুত হয়েছে। তবে গতকালের নরম পৃষ্ঠে কয়েকটি খাঁদও হয়ে গেছে। যখন পিচ একটু শক্ত এবং দ্রুত হয় এবং বল ওই খাঁদে আঘাত করে, তখন এটা সত্যিই কঠিন। কিউইরা সুইংও পেয়েছে। তারা আজ সত্যিই ভালো বোলিং করেছে।’ যোগ করেন তিনি।
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর