| ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

এক লাথামের অর্ধেক রানের সমান রান করলো পুরো টাইগাররা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ জানুয়ারি ১০ ১২:৩৩:৫৩
এক লাথামের অর্ধেক রানের সমান রান করলো পুরো টাইগাররা

ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি একাই টাইগারদের টপ অর্ডার ধসিয়ে দেন। কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। বোল্টের বলে লাথামকে ক্যাচ দিয়ে ৭ রান করে ফিরেন সাদমান ইসলাম। এদিকে অভিষেকে রানের খাতা না খুলে ফিরেন মোহাম্মদ নাঈম। সাউদির বলে বোল্ড হয়ে ফিরেন তিনি।

এরপর নাজমুল হোসেন শান্ত ফিরেন ৪ রান করে। বোল্টের বলে লাথামের হাতে ধরা পড়ে ফিরেন তিনি। সাউদির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। তিনি রানের খাতা খুলতে ব্যর্থ হন। টাইগারদের ব্যাটিং ব্যর্থতার দিনে দাঁড়াতে পারেননি লিটন দাসও। তিনি ৮ রান করে বোল্টের তৃতীয় শিকার হন।

২৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন ইয়াসির আলি ও নুরুল হাসান সোহান। দেশের মান বাঁচাতে লড়ে যাচ্ছিলেন এই দুইজন। কিন্তু বেশিদূর যেতে পারেনি এই জুটি। সাউদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৪১ রান করে ফিরেন তিনি। বাংলাদেশ শিবিরে ফের আঘাত হানেন বোল্ট।

এ যাত্রায় তিনি ফেরান মেহেদী হাসান মিরাজকে। ৫ রান করে বোল্টের বলে বোল্ট হয়ে ফেরেন তিনি। বোল্ট-সাউদির শিকল ভেঙে উইকেটের দেখা পান কাইল জেমিসন। জেমিসনের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়ে ফিরেন তাসকিন আহমেদ। তিনি মাত্র ২ রান করেন। টাইগার ব্যাটসম্যানদের এমন ভরাডুবির মধ্যে হাফসেঞ্চুরি তুলে নেন ইয়াসির আলি।

তিনি ৮৫ বলে ৭ চারে হাফসেঞ্চুরি হাঁকান। তবে ৫৫ রান করে জেমিসনের বলে ড্যারিল মিচেলের হাতে তালুবন্দি হয়ে ফিরেন তিনি। এরপর ২ রান করে বোল্টের বলে বোল্ড হয়ে ফিরেন শরিফুল। এর ফলে ১২৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। কিউই অধিনায়ক টম লাথামের অর্ধেক রানও করতে পারলো না টাইগাররা। লাথাম প্রথম ইনিংসে ২৫২ রান করেছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

জাতীয় দলে ফিরতে নাঈমকে যে টোটকা, বলে দিলেন আকরাম খান

জাতীয় দলে ফিরতে নাঈমকে যে টোটকা, বলে দিলেন আকরাম খান

নিজস্ব প্রতিবেদক: একসময়ের প্রতিশ্রুতিশীল ব্যাটার নাঈম শেখ ফের সমালোচনার মুখে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ...

সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে

সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে

নিজস্ব প্রতিবেদক : এক সময় যাকে বলা হতো ‘বাংলার বিরাট কোহলি’, সেই সাব্বির রহমান যেন ...

ফুটবল

ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার

ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: নারী কোপা আমেরিকা ২০২৫-এর সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে পরাজয়ের পর গভীর হতাশা ঝরেছে ...

আর কখনও ফিরবেন না গার্দিওলা, নিজেই দিলেন স্পষ্ট বার্তা

আর কখনও ফিরবেন না গার্দিওলা, নিজেই দিলেন স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বে বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন হিসেবে বিবেচিত পেপ গার্দিওলা স্পষ্ট ...

Scroll to top

রে
Close button