এইমাত্র পাওয়া : অল আউট হয়ে মাঠ ছাড়লো টাইগাররা

তবে আর বেশি দূর যেতে পারেননি। মেহেদী হাসান মিরাজের থ্রোতে রান আউট হয়ে থামেন ১০৯ রানে। কনওয়ের ১৬৬ বলের ইনিংসে ছিল ১২ চার ও এক ছক্কা। কনওয়ে ফেরার পর ল্যাথামের সাথে জুটি গড়েন রস টেলর। ৩৯ বলে ২৮ রান করা টেলরকে শিকার করেন এবাদত। শরিফুলের হাতে ক্যাচ দেন টেলর।
হেনরি নিকোলসকেও শিকার করেন এবাদত। উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন নিকোলস। মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ড্যারিল মিচেলকে শিকার করেন শরিফুল। মিচেলও সোহানের তালুবন্দী হন। মধ্যাহ্ন বিরতির পর ওয়ানডে মেজাজে ব্যাট করেন টম ল্যাথাম ও টম ব্লান্ডেল।
ল্যাথাম আউট হওয়ার আগে তারা গড়েন ৭৬ রানের জুটি। মুমিনুল হকের বলে ইয়াসির আলির হাতে ক্যাচ দেন ল্যাথাম। কিউই অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৭৩ বলে ২৫২ রান। ইনিংসটিতে ছিল ৩৪টি চার ও ২টি ছক্কা। ব্লান্ডেল অর্ধশতক হাঁকানোর পর ইনিংস ঘোষণা করে ব্ল্যাকক্যাপস। ৬০ বলে ৫৭ রানের দ্রুতগতির ইনিংস খেলেন ব্লান্ডেন।
নিউজিল্যান্ড সংগ্রহ করে ৬ উইকেটে ৫২১ রান। বাংলাদেশের পক্ষে শরিফুল ও এবাদত দুইটি করে এবং মুমিনুল একটি উইকেট নেন। বড় রানের জবাব দিতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ট্রেন্ট বোল্টের বলে সাদমান ইসলাম আউট হলে ৭ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। অভিষিক্ত নাঈম শেখ বিদায় নেন ০ রানে।
নাজমুল হোসেন শান্ত ৪ ও অধিনায়ক মুমিনুল ০ রানে আউট হন। ১১ রানে ৪ উইকেট হারিয়ে দিনের আলোর ভেতরেও চোখে অমানিশা দেখে বাংলাদেশ। ৪ উইকেটে ২৭ রান নিয়ে চা বিরতিতে যান লিটন দাস ও ইয়াসির আলি। বিরতি থেকে ফিরে কোনো রান পাওয়ার আগেই আউট হয়ে যান লিটন দাস।
ইয়াসিরকে নিয়ে সোহান চেষ্টা করেন ইনিংস পুনরায় গড়ার। তবে ভাগ্য সহায় ছিল না, আম্পায়ার্স কলে আউট হন সোহান। ৬২ বলে ৪১ রানের ইনিংস খেলেন তিনি। ৮৭ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের সাথে ২২ রানের জুটি গড়েন ইয়াসির। ৩৩টি বল মোকাবেলা করে মিরাজ করেন ৫ রান।
মিরাজকে বোল্ড করে টেস্ট ক্যারিয়ারের ৩০০তম উইকেট পান বোল্ট। তাসকিন আহমেদ জেমিসনকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন। ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।সফরকারীদের পক্ষে একাই লড়াই করা ইয়াসির টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকানোর পর নিজের ভুলেই আত্মহুতি দিয়ে মাঠ ছাড়েন।
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর