শেষ দিনের শ্বাসরুদ্ধকর অবিশ্বাস্য লড়াইয়ে শেষ হলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ

পঞ্চম দিন সকালে ক্ষতবিক্ষত পিচে ইংল্যান্ডের দুই ওপেনার হাসিব হামিদ (৯) এবং জ্যাক ক্রাউলি আরো ১৬ রান যোগ করেন। হাসিব হামিদ যথারীতি এই ইনিংসেও ব্যর্থতার পরিচয় দিলে জুটি ভাঙে। জ্যাক ক্রাউলি অবশ্য ১০০ বলে ৭৭ রানের দারুণ ইনিংস উপহার দেন। তবে তাঁকে কেউ সঙ্গ দিতে পারেননি। ৯৬ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক জো রুট এবং অলরাউন্ডার বেন স্টোকস ১৫২ বলে ৬০ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন।
পঞ্চম উইকেটে জনি বেয়ারস্টো আর স্টোকসের জুটিতে ৩৭ রান এলেও তাঁরা কাটিয়ে দেন ৯৯ বল। ১২৩ বলে ৬০ রান করে নাথান লায়নের শিকার হন স্টোকস। রুট করেন ২৪ রান। ১৯৩ রানে ৫ উইকেট হারানোর পর ইংলিশরা ম্যাচ ড্রয়ের চেষ্টা করছিল। অষ্টম ব্যাটার হিসেবে জনি বেয়ারস্টো আউট হওয়ার পর সেই চেষ্টা ব্যর্থ হওয়ার জোগাড় হয়। তখনই অবিশ্বাস্য ব্যাটিং স্কিল দেখায় ইংল্যান্ডের লোয়ার অর্ডার। জ্যাক লিচ (২৬) আর পেস তারকা স্টুয়ার্ট ব্রড (৮) নবম উইকেটে গড়েন ৫২ বলে ৩৩ রানের জুটি।
পার্টটাইম বোলার স্টিভেন স্মিথের বলে লিচ আউট হতেই অস্ট্রেলিয়া শিবিরে উল্লাস শুরু হয়। দিনের তখনো ১২ বল বাকি। ১১ নম্বর ব্যাটার হিসেবে আছেন জেমস অ্যান্ডারসন (৬ বলে ০)। ইংল্যান্ডের পেস সুপারস্টার আজ ব্যাট হাতে ত্রাতার ভূমিকা নেন। দুজনে মিলে ১২ বল কাটিয়ে দেন। জুটিতে কোনো রান আসেনি। এসেছে অবিশ্বাস্য এক ড্র। স্টুয়ার্ট ব্রডও ৩৫ বলে ৮* রান করে অপরাজিত থাকেন। চতুর্থ ম্যাচের শেষ দিনে এসে দেখা গেল সত্যিকারের অ্যাশেজ লড়াই। টেস্ট ক্রিকেটের অপার সৌন্দর্য এখানেই।
এ দিকে অস্ট্রেলিয়ায় চলমান অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংলিশ তারকা ক্রিকটোর জনি বেয়ারস্টোর শরীর নিয়ে কটাক্ষ করেছেন অস্ট্রেলিয়ার সমর্থকরা। তাদের এমন কটাক্ষর কারণে মেজাজ হারান ইংল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান।
শনিবার সিডনি টেস্টে ফিল্ডিংয়ে ছিল ইংল্যান্ড ক্রিকেট দল। চা-পান বিরতিতে ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারি থেকে অস্ট্রেলিয়ার সমর্থকরা জনি বেয়ারস্টোর শরীর নিয়ে বিদ্রূপ করেন।
সিডনি মর্নিং হেরাল্ডে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন দর্শক চিৎকার করে বলছেন, ‘স্টোকস, ভীষণ মোটা হয়ে গেছে।’
আবার কিছু সমর্থক বলেন, ‘বেয়ারস্টো টি-শার্ট উঠিয়ে দেখিয়ে দাও তো, কিছু তো ওজন কমাও।’
জনি বেয়ারস্টোকে উদ্দেশ্য করে সমর্থকদের এমন মন্তব্যের পর ইংল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান বেন স্টোকস সতীর্থ বেয়ারস্টো স্টোকসকে উদ্দেশ্য করে বলেন, বন্ধু, এখানে থাকা যাবে না। সোজা হাঁটো। এরা একদমই দুর্বল।
সাংবাদিক সম্মেলনে দর্শকদের সেই ঘটনা নিয়ে জনি বেয়ারস্টো বলেন, এটা স্রেফ কিছু দর্শকদের অশ্রাব্য মন্তব্য। এটা মোটেই ঠিক নয়। গ্রহণযোগ্য তো একদমই নয়। আমরা আমাদের দায়িত্ব পালন করছি।
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর