| ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

তাসকিন-শরিফুল সহ পেসার বোলিংদের প্রশংসা করে যে মন্তব্য করলেন, গিবসন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ জানুয়ারি ০১ ২০:৩৮:৫৬
তাসকিন-শরিফুল সহ পেসার বোলিংদের প্রশংসা করে যে মন্তব্য করলেন, গিবসন

পেস বোলার হিসেবে পুরনো ক্রিকেট বলে দারুণ চমক দেখাতে পারতেন অটিস গিবসন।বছরের প্রথম দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিং করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২ ফাস্ট বোলার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

ইনিংসের প্রথম ৮ ওভারে মাত্র ২ রান দেন এই দুইজন। যেখানে শরিফুল তুলে নেন নিউজিল্যান্ডের সবচেয়ে দামি অধিনায়ক টম লাথামের উইকেট।

যেখানে সবসময় বাংলাদেশ দলকে স্পিন বোলিং নিয়ে দাপট দেখাতে দেখা যায় সেখানে শরিফুল ইসলামদের দাপুটে বোলিংয়ে দুই টেস্ট সিরজের প্রথম ম্যাচের প্রথম দিন নিউ জিল্যান্ডকে লাগামছাড়া হতে দেয়নি বাংলাদেশ।

প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। তাইতো দিনশেষে শিষ্যদের নিয়ে গর্বিত জাতীয় দলের বোলিং কোচ ওটিস গিবসন।

আজ ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় গিবসন বলেন, “এখানে সব পেসারই ভালো করেছে। ইবাদতও ভালো করেছে। ওদের জন্য এই কন্ডিশন কিন্তু অচেনা। আমরা একটু সামনে বল করেছি। সুইং করিয়েছি। দেখা যাবে এমন বোলিংয়ে হয়তো অন্যদিন আরও ২-৩টা উইকেট বেশি পড়েছে।

কনওয়ে একটুর জন্য বেঁচে গেছে। তবে এটাই হয় আন্তর্জাতিক ক্রিকেটে। আজ অনেক গরমও ছিল। ওদের নিয়ে আমি গর্বিত।”গিবসন বলেন, “প্রথম ঘণ্টায় আমরা দারুণ বোলিং করেছি। অনেকবার বল ব্যাটের পাশ দিয়ে গিয়েছে।

দেখা যাবে এমন বোলিংয়ে হয়তো অন্যদিন আরও ২-৩টা উইকেট বেশি পড়েছে। কনওয়ে ভালো খেলেছে। দিন শেষে খেলাটা সাম্যাবস্থায় আছে।”“আমরা বাংলাদেশের উইকেটে ঘাস দেখি না। এটা একটা বিষয়। আমরা ভেবেছিলাম শুরুতে মুভমেন্ট পাব এই উইকেট। সেটা পেয়েছিও।

আজ গরমও ছিল। যে কারণে উইকেটের ভেজা ভাবটা বেশিক্ষন ছিল না। এখন অনেকটা ফ্ল্যাট উইকেট বলা যায়। তবে ছেলেরা যেভাবে বল করেছে তাতে আমি গর্বিত। ওরা সারাদিন ভালো বল করেছে। মিরাজ একটা প্রান্ত থেকে রান কম দিয়ে বল করে গেছে”

শিষ্যদের সুইং শেখানো নিয়ে কাজ করছেন গিবসন। তবে তার কণ্ঠে আরও কয়েকটি উইকেট না পাওয়ার আক্ষেপও ঝরেছে। বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, “আমরা সুইং করানো নিয়ে কাজ করেছি। আজ সবাই সুইং করানোর চেষ্টা করেছে।

বাংলাদেশে ওরা ব্যাক অব দ্য লেংথে বল করে বেশি। কারণ সেখানে তেমন সুইং থাকে না। আমরা আজ আরও বেশি উইকেট পেতে পারতাম। কিন্তু বুঝতে হবে আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলছি।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

মাহমুদউল্লাহ ম্যাচ রেফারি হচ্ছেন, অবশেষে জানা গেল বাস্তবতা

মাহমুদউল্লাহ ম্যাচ রেফারি হচ্ছেন, অবশেষে জানা গেল বাস্তবতা

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ...

পাকিস্তান সিরিজে নতুন রেকর্ড গড়লো বিসিবি

পাকিস্তান সিরিজে নতুন রেকর্ড গড়লো বিসিবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-পাকিস্তান সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শুধু মাঠেই উত্তেজনার সৃষ্টি করেনি, আর্থিক দিক থেকেও ...

ফুটবল

চোট, চ্যালেঞ্জ আর বিতর্ক : আগস্টে কঠিন লড়াইয়ে নেইমারদের সান্তোস

চোট, চ্যালেঞ্জ আর বিতর্ক : আগস্টে কঠিন লড়াইয়ে নেইমারদের সান্তোস

নিজস্ব প্রতিবেদক: নেইমার মানেই তারকা, কিন্তু নেইমার মানেই যেন আরেক নাম চোট। ক্যারিয়ারের একাধিক মৌসুম ...

আকাশ ছোয়া মূল্যে আর্সেনালে গেলেন বিশ্বসেরা ফুটবলার

আকাশ ছোয়া মূল্যে আর্সেনালে গেলেন বিশ্বসেরা ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকেরেসকে দলে ভেড়ালো আর্সেনাল। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ...

Scroll to top

রে
Close button