| ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

চোট, চ্যালেঞ্জ আর বিতর্ক : আগস্টে কঠিন লড়াইয়ে নেইমারদের সান্তোস

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ জুলাই ২৭ ১৩:০৭:০৪
চোট, চ্যালেঞ্জ আর বিতর্ক : আগস্টে কঠিন লড়াইয়ে নেইমারদের সান্তোস

নিজস্ব প্রতিবেদক: নেইমার মানেই তারকা, কিন্তু নেইমার মানেই যেন আরেক নাম চোট। ক্যারিয়ারের একাধিক মৌসুম কেটেছে মাঠের বাইরে, আর প্রত্যাবর্তনের পরও ইনজুরি যেন বারবারই তার স্বপ্নে ছায়া ফেলে চলেছে। এবারও ব্যতিক্রম নয়। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ক্যারিয়ারের শেষ অধ্যায় রাঙাতে চাইলেও, সেই পথকেও থামিয়ে দিয়েছে পুরনো শত্রু—চোট।

চলতি মৌসুমে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন নেইমার। গোল করেছেন মাত্র একটি, যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা ৪ ও অ্যাসিস্ট ৩টি। সান্তোসও তার অভাবে ছন্দে নেই। ১৭ ম্যাচে মাত্র ৪ জয়ে অবনমন অঞ্চলে অবস্থান করছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

তবে সামনে অপেক্ষা করছে আরও কঠিন লড়াই। আগস্ট মাসেই রয়েছে ৫টি গুরুত্বপূর্ণ ম্যাচ, যার একটি শীর্ষ দল ক্রুজেইরার বিপক্ষে। এই ম্যাচগুলো হয়ে উঠতে পারে বাঁচা-মরার লড়াই। সান্তোসের অবনমন ঠেকাতে ও ক্যারিয়ার পুনরুজ্জীবনের লক্ষ্যে নেইমারের সামনে তাই বিরাট চ্যালেঞ্জ।

গত ২৪ জুলাই ইন্তারনাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হারে সান্তোস। ম্যাচের শেষ দিকে বাঁ পায়ে নেয়া নেইমারের একটি দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে আসে, এরপর গোলরক্ষক বলটি আটকান। নেইমারের দাবি ছিল বল গোললাইন পেরিয়ে গিয়েছিল। তিনি উদযাপনও শুরু করে দেন—জার্সি খুলে, কর্নার ফ্ল্যাগে লাথি মেরে। কিন্তু রেফারি গোলের স্বীকৃতি না দিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে নেইমার মাঠ ছাড়ার সময় গ্যালারির এক দর্শকের সঙ্গে তর্কে জড়ান। ব্রাজিলিয়ান মিডিয়া জানায়, এক দর্শককে উদ্দেশ করে তিনি বলেন, “পারলে এখানে আয়, না হলে গোল্লায় যা!” পরে গোলকিপার জোয়াও পাওলো তাকে সরিয়ে নিয়ে যান।

এই বিতর্ক, ফর্মহীনতা ও চোট মিলিয়ে আগস্ট হয়ে উঠছে নেইমারের জন্য আরেকটি কঠিন পরীক্ষার মাস। দলের পারফরম্যান্স যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার ব্যক্তিগত লক্ষ্যও এখন ঘুরে দাঁড়ানো। ব্রাজিলিয়ান কিংবদন্তির জন্য এটা হতে পারে শেষ সুযোগ নিজেকে প্রমাণের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

মাহমুদউল্লাহ ম্যাচ রেফারি হচ্ছেন, অবশেষে জানা গেল বাস্তবতা

মাহমুদউল্লাহ ম্যাচ রেফারি হচ্ছেন, অবশেষে জানা গেল বাস্তবতা

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ...

পাকিস্তান সিরিজে নতুন রেকর্ড গড়লো বিসিবি

পাকিস্তান সিরিজে নতুন রেকর্ড গড়লো বিসিবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-পাকিস্তান সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শুধু মাঠেই উত্তেজনার সৃষ্টি করেনি, আর্থিক দিক থেকেও ...

ফুটবল

চোট, চ্যালেঞ্জ আর বিতর্ক : আগস্টে কঠিন লড়াইয়ে নেইমারদের সান্তোস

চোট, চ্যালেঞ্জ আর বিতর্ক : আগস্টে কঠিন লড়াইয়ে নেইমারদের সান্তোস

নিজস্ব প্রতিবেদক: নেইমার মানেই তারকা, কিন্তু নেইমার মানেই যেন আরেক নাম চোট। ক্যারিয়ারের একাধিক মৌসুম ...

আকাশ ছোয়া মূল্যে আর্সেনালে গেলেন বিশ্বসেরা ফুটবলার

আকাশ ছোয়া মূল্যে আর্সেনালে গেলেন বিশ্বসেরা ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকেরেসকে দলে ভেড়ালো আর্সেনাল। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ...

Scroll to top

রে
Close button